শেকৃবিতে সিওয়াইবির নতুন কমিটি ঘোষণা
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) কৃষি অর্থনীতি অনুষদের শিক্ষার্থী কাজী নাফিস সোয়াদকে সভাপতি এবং কৃষি অনুষদের ওয়ালিদুর রহমানকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ৩০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি: রাজিয়া সৃষ্টি, যুগ্ম-সাধারণ সম্পাদক: তুষার আহমেদ, সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ ফাহিম ফয়সাল, দপ্তর সম্পাদক: জুবায়ের রহমান, অর্থ সম্পাদক: মাকতুম আল মুমিত, প্রচার সম্পাদক: তানভীর মাহদী, মিডিয়া সম্পাদক: সাইদ আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: তাসমিয়া মামুন মারিয়া, ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক: মামুন রানা, আইন সম্পাদক: এস.এম. নাহীদ হুসাইন এবং অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা মোহাম্মদ মাহফুজুর রহমান, মাহমুদুর রহমান তূর্য, হাসানুর রহমান, তাহেরা আলীম, মোঃ ওমর ফারুক, আবু সাঈদ ইসতিয়াক।
সিওয়াইবি বাংলাদেশের একটি অন্যতম প্রভাবশালী ভোক্তা অধিকার সংস্থা যা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) এর যুব শাখা। তারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে।
এই নতুন কমিটির মাধ্যমে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভোক্তা অধিকার আন্দোলন আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
জানা যায়, ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) শিক্ষার্থীদের মধ্যে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মিলিত হয়ে তারা বিভিন্ন কর্মসূচি পরিচালনা করবে।
সিসিএসের কর্মকর্তাদের মতে, শিক্ষার্থীরা ভবিষ্যতের ভোক্তা। তাই তাদেরকে ছোটবেলা থেকেই ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন করা জরুরি। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভালো পণ্য ও সেবা পাওয়ার অধিকার, ভেজাল পণ্যের বিরুদ্ধে লড়াই করা, এবং ভোক্তা হিসেবে নিজেদের অধিকার রক্ষা করার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হবে।