ইবির ছায়া জাতিসংঘের নতুন কমিটি গঠন

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইবির ছায়া জাতিসংঘের নতুন কমিটি গঠন

ইবির ছায়া জাতিসংঘের নতুন কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছায়া জাতিসংঘ (IUMUNA)-এর ২০২৪-২৫ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আফজালুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নাজমুস সাকিব জিতু নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. নিলুফা আক্তার বানু, অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ, সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম এবং সংগঠনটির সাবেক সভাপতি নাহিদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

পরিচালনা পরিষদের অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি আবদুল্লাহ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. তারিকুল ইসলাম তারেক, দপ্তর সম্পাদক মো. নাহিদ হাসান, কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম, গবেষণা ও উন্নয়ন সম্পাদক ইয়াসিন আলী, গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক নায়েয মো. জিসান এবং সম্মেলন ব্যবস্থাপনা সম্পাদক শারমিন শিলা।

এছাড়াও কার্যনির্বাহী পরিষদে অফিস ব্যবস্থাপক হিসেবে রওনক খান, শিক্ষাবিদ সৌরভ কুমার দত্ত ও শাকিরা ইসলাম, জনসংযোগ সম্পাদক হিসেবে শাহাত সিদ্দিক আলভী ও জেসিয়া জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মান্নান লুমান ও মেহরাজ বিন আলম, ইভেন্ট ম্যানেজমেন্টে সৌরভ হোসেন সজীব ও ইশরাত জাহান প্রমি ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে শেখ এ এম রুম্মান রয়েছেন।

বিজ্ঞাপন

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নাজমুস সাকিব জিতু বলেন, আমাকে এই পদে উপযুক্ত মনে করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাধারণ সম্পাদক হিসেবে আমার প্রধান লক্ষ থাকবে IUMUNA এর খ্যাতির জায়গা ধরে রেখে মডেল ইউনাইটেড নেশন্স আয়োজন করার পাশাপাশি শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক ইভেন্ট ও ওয়ার্কশপ আয়োজন করা।

নবনির্বাচিত সভাপতি আফজালুল হক বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সবসময় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করে থাকে। আমরা চেষ্টা করব সেই ধারা অব্যাহত রাখতে এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে চলমান আন্তর্জাতিক ও জাতীয় ইস্যু নিয়ে নিয়মিত সেশনের পাশাপাশি পাবলিক স্পীকিং কম্পিটিশন, লেখালেখি, রিসার্চ এবং আর্টিকেল রাইটিং কম্পিটিশন আয়োজনের মাধ্যমে দক্ষ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে। এজন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।