দাবি আদায়ে আমরণ অনশনের তৃতীয় দিনে তিতুমীরের শিক্ষার্থীরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করে রাষ্ট্রীয় স্বীকৃতিরসহ ৭দফা দাবি আদায়ে তৃতীয় দিনের মতন আমরণ অনশন কর্মসূচি পালন করছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর মহাখালী অবস্থিত তিতুমীর কলেজের প্রধান ফটকে অবস্থান নিয়ে আমরণ অনশন কর্মসূচি পালনের চিত্র দেখা গেছ।

বিজ্ঞাপন

গত ২৯ জানুয়ারি বিকাল ৫ টা হতে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির লক্ষ্যে ৭ দফা দাবিতে এই আমরণ অনশন পালন করছে শিক্ষার্থীরা।

এর আগে গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কলেজের প্রায় আড়াইশ শিক্ষার্থী রাস্তায় নেমে বিশ্ববিদ্যালয়ের মর্যাদাসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন।

বিজ্ঞাপন

পরে সরকারের প্রতিনিধি দলের কাছে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করে প্রজ্ঞাপন জারির এক দফা দাবি জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে সারা রাত তিতুমীর কলেজের সামনে আন্দোলন এবং আমরণ অনশন করার ঘোষণা দিয়েছিল শিক্ষার্থীরা।

একই সঙ্গে আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্যে মহাখালী রেলপথ, আমতলী এবং গুলশান বারাসাত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি ঘোষণা করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

৭ দফা দাবিগুলো হলো:

১। তিতুমীর বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ।

২। তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা।

৩। অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরন নতুবা অবিলম্বে শতভাগ শিক্ষার্থীদের আবাসিক খরচ বহন।

৪।২৪-২৫ সেশন শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্মত নূন্যতম দুটি বিষয় ল' এবং জার্নালিজম বিষয় সংযোজন।

৫। একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ।

৬। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসন সংখ্যা সীমিতকরণ।

৭। আন্তর্জাতিক শিক্ষার গবেষণাগার বির্নিমানের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ।


প্রসঙ্গত, এর আগে সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে তিতুমীর কলেজসহ ৭ কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ২৭ জানুয়ারি (সোমবার) অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা শেষে তিনি এ ঘোষণা দেন।