জাবির শিক্ষা ও প্রশাসনিক সার্ভিসসমূহ অটোমেশন লক্ষ্যে রোডম্যাপ ঘোষণা

  • জাবি করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী-শিক্ষকদের দুর্ভোগ লাঘবে শিক্ষা ও প্রশাসনিক সার্ভিসসমূহ অটোমেশনের লক্ষ্যে দ্রুত কার্যক্রম শুরু করার জন্য রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রোডম্যাপ ঘোষণার বিষয়টি প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান, অধ্যাপক ড. মো. এমদাদুল ইসলামসহ কমিটির অপরাপর সদস্যগণের উপস্থিতিতে গতকাল বৃহস্পতিবার অটোমেশন সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সভাপতি অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ রোডম্যাপ ঘোষণা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভায় ৪টি স্বনামখ্যাত প্রফেশনাল সফটওয়‍্যার কোম্পানির প্রস্তাবনা ও পরামর্শ বিবেচনায় রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটোমেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য রোডম্যাপ ঘোষণা করা হয়। এতে শিক্ষা ও প্রশাসনিক সার্ভিসসমূহ স্বয়ংক্রীয়করণের লক্ষ্যে প্রজেক্ট ভিত্তিক ৭ জন বিশেষজ্ঞ শিক্ষক, ১ জন কর্মকর্তা এবং ১ জন কর্মচারীর সমন্বয়ে ১ সপ্তাহের মধ্যে অটোমেশন উইং খোলার ব্যাপারে বলা হয়েছে। 

বিজ্ঞাপন

এছাড়াও ১ মাসের মধ্যে বাজেটসহ বিজনেস রিক্যুয়ারমেন্ট ডকুমেন্ট (বিআরডি), অ্যাক্সামিনেশন অফিস ম্যানেজমেন্ট (ইওএমএস) এর জন্য ডেভোলপমেন্ট প্রজেক্ট প্রোপোসাল (ডিপিপি) তৈরি, ১ মাস ১৫ দিনের মধ্যে বিআরডি এবং ইওএমএস এর জন্য পত্রিকায় টেন্ডারের বিজ্ঞপ্তি দেয়া, ১ মাসের মধ্যে কার্যাদেশ প্রদান ও চুক্তি সম্পন্ন করা, বিআরডি অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু ও চলমান রাখা, ৩ মাসের মধ্যে ইওএমএস এর টেস্ট সম্পন্ন করা, ডিপ্লয়মেন্ট সম্পন্ন করা, ২ মাসের মধ্যে ইওএমএস এর ইউজার টেস্ট করা এবং ২০২৬ সালে ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয় দিবসে ইওএমএস উদ্বোধন করার করা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

উল্লেখ্য, শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে শিক্ষা ও প্রশাসনিক সার্ভিসসমূহ স্বয়ংক্রীয়করণের মাধ্যমে আধুনিকীকরণ ও যুগোপযোগী করার লক্ষ্যে গত ২০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সভায় এই কমিটি গঠন করা হয়।