জাকসু সংস্কারের দাবিতে জাবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

  • জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাকসু নির্বাচনের আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংস্কারের দাবিতে বিক্ষোভ-মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল৷

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর হতে শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের মিছিল রেজিস্ট্রার ভবনের সামনে এসে শেষ হয়৷ পরে সেখানে তারা সন্ধ্যা ৬ টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে।

বিজ্ঞাপন

এ সময় ছাত্রদলের নেতা-কর্মীদের 'জাকসুর সংস্কার করতে হবে-করতে হবে', 'ফ্যাসিস্টের দোসরদের শাস্তি চাই, দিতে হবে', 'জিয়ার সৈনিকেরা এক হও, লড়াই করো', 'রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়', 'আমাদের দাবি-আমাদের দাবি, মানতে হবে-মানতে হবে' প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

অবস্থান কর্মসূচিতে জাবি ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, জাকসু নির্বাচনের গুরুত্বপূর্ণ চেয়ারে যারা বসে আছেন তারা আওয়ামী লীগের দোসর। তাদের বসিয়ে রেখে কোনভাবে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাছাড়া জাকসুর যে গঠনতন্ত্র রয়েছে সেটা অনেক আগের। এই গঠনতন্ত্র সংস্কার করতে হবে এবং এই কাজগুলো সম্পন্ন করে নির্বাচন দিতে হবে অন্যথায় তা মেনে নেওয়া হবে না। আজকে আমাদের দাবি মেনে নেওয়া না হলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।

বিজ্ঞাপন

অবস্থান কর্মসূচিতে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, আমরা জাকসুর আগে দ্রুততম সময়ে সংস্কার চেয়েছিলাম৷ আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে 'সংস্কার কমিশন' গঠন ও সকল অংশীজনদের সাথে আলোচনার পর তফসিল ঘোষণার তারিখ পরিবর্তনের কথা বলেছি৷ কিন্তু উপাচার্য আমাদের শুভংকরের ফাঁকি দিয়েছেন৷ ফ্যাসিবাদের দোসরদের বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ আসনে রেখে, সিন্ডিকেটে রেখে একটা সুষ্ঠু নির্বাচন প্রশাসন দিতে পারে না! সংস্কার বাদ দিয়ে নির্বাচনের দিকে আগালে নির্বাচন গ্রহণযোগ্যতা হারাবে৷ জুলাই আন্দোলনে হামলাকারী ও ফ্যাসিবাদের দোসরদের বিচার নিশ্চিতের আগে জাকসু নির্বাচন দিলে ছাত্রদল তা মেনে নেবে না৷ সংস্কার বাদ দিয়ে জাকসুর তফসিল ঘোষণা করলে জাবি ছাত্রদল কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে আগাবে৷

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের রোডম্যাপ অনুসারে শনিবার (১ ফেব্রুয়ারি) জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে প্রশাসনের।