ভিসির অপসারণসহ বুয়েট অ্যালামনাইদের সাত দাবি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বুয়েট অ্যালামনাইদের পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বুয়েট অ্যালামনাইদের পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামের অপসারণসহ সাত দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে দাবিগুলো তুলে ধরেন।

বিজ্ঞাপন

দাবিগুলো হলো-

১. আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে অনতিবিলম্বে বিশেষ বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে দ্রুততম সময়ে বিচার কার্যকর।

বিজ্ঞাপন

২. হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল ছাত্রকে অনতিবিলম্বে বুয়েট থেকে আজীবনের জন্য বহিষ্কার করা।

৩. বুয়েট ক্যাম্পাসে রাজনৈতিক দলসমূহের অঙ্গ সংগঠন ভিত্তিক ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা।

৪. বুয়েট প্রশাসনকে ঐতিহ্যের পরিপন্থি যেকোনো ধরনের রাজনৈতিক পক্ষপাতিত্ব ও প্রভাব মুক্ত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

৫. অতীতে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধ কার্যক্রমের তদন্ত, বিচার ও শাস্তি প্রদানের ক্ষেত্রে উপাচার্যসহ বুয়েট প্রশাসনের ধারাবাহিক অবহেলা ও ব্যর্থতা এই নির্মম হত্যাকাণ্ডের মদদ জুগিয়েছে। অবিলম্বে উপাচার্যের অপসারণসহ প্রশাসনের আমূল পরিবর্তন করে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের মান অতীতের মতো সমুন্নত রাখতে সুযোগ্য, নির্ভীক ও নিরপেক্ষ ব্যক্তিদের পদায়ন করা।

৬. র‍্যাগিং এবং অন্যান্য অজুহাতে ছাত্র-ছাত্রী নির্যাতন নিষিদ্ধ ঘোষণা করা। ক্যাম্পাসে সকল ছাত্রের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

৭. আবরার হত্যাসহ ইতোপূর্বে সংঘটিত অন্যান্য ছাত্র নির্যাতনের ঘটনাবলীর বিচারকার্য সম্পন্ন করে, উপযুক্ত শাস্তি প্রদান নিশ্চিত করতে হবে।