আবরার হত্যা: এজাহারভুক্ত ১০ নম্বর আসামি গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

এজাহারভুক্ত ১০ নম্বর আসামি হোসেন মোহাম্মদ তোহা, ছবি: সংগৃহীত

এজাহারভুক্ত ১০ নম্বর আসামি হোসেন মোহাম্মদ তোহা, ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যায় এজাহারভুক্ত ১০ নম্বর আসামি হোসেন মোহাম্মদ তোহা গ্রেফতার। সে বুয়েটের এমই বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেল ৩ টায় গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করেন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ৫ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের জেরে আবরার ফাহাদকে হত্যা করা হয় বলে অভিযোগ করেছেন তার সহপাঠিরা।

এ ঘটনায় আবরারের বাবা বরকতউল্লাহ ১৯ জনকে আসামি করে সোমবার রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত ১৩ আসামিসহ মোট ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ১৩ জনকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। গ্রেফতার ১৬ জনই বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মী।