বুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

  • ভর্তিযুদ্ধ ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (ugadmission.buet.ac.bd) ফলাফল প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের ডীন ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি কমিটিসমূহের সভাপতি অধ্যাপক ড. প্রাণ কানাই সাহা সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ৬ নভেম্বর সকাল ১০ টা থেকে ১৩ নভেম্বর বিকাল ৪:৩০ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে বিভাগ নির্বাচন করতে পারবেন। শিক্ষার্থীদের বিভাগ পছন্দ তালিকা প্রকাশ করা হবে ২০ নভেম্বর। ২৫ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে প্রথম ধাপের ভর্তি কার্যক্রম।

পরবর্তীতে আসন শূন্য থাকা সাপেক্ষে ১৫ ডিসেম্বর থেকে অপেক্ষমান তালিকার শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত নোটিশ দেয়া হবে।

বিজ্ঞাপন