গোপালগঞ্জে বশেমুরবিপ্রবি’র ভর্তি পরীক্ষা শুরু ১ নভেম্বর

  • ডিষ্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গোপালগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১, ২, ৮ এবং ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বুধবার (৩০ অক্টোবর) জনসংযোগ কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ গোপালগঞ্জ শহরের ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে (কেন্দ্র হিসেবে) ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার কেন্দ্রসমূহ- বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শেখ হাসিনা সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বঙ্গবন্ধু কলেজ, শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ, হাজী লাল মিয়া সিটি কলেজ, গোপালগঞ্জ মহিলা ফাজিল মাদ্রাসা, গোপালগঞ্জ এস কে আলিয়া মাদ্রাসা, যুগশিখা হাই স্কুল, বীণাপাণি সরকারি উচ্চ বিদ্যালয়, এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এবং ওহাব আদর্শ উচ্চ বিদ্যালয়।

বিজ্ঞাপন

ভর্তি পরীক্ষার সময়সূচি: 

এফ ইউনিট-১ নভেম্বর সকাল ১০টা-১১টা, জি ইউনিট বিকেল ৩টা-৪টা,
ডি ইউনিট- ২ নভেম্বর সকাল ১০টা-১১টা, ই ইউনিট বিকেল ৩টা-৪টা,
সি ইউনিট- ৮ নভেম্বর সকাল ১০টা-১১টা, এইচ ইউনিট বিকেল ৩টা-৪টা,
আই ইউনিট- ৯ নভেম্বর সকাল ১০টা-১১.৩০, বি ইউনিট দুপুর ১টা-২টা ও 
এ ইউনিট- বিকেল ৩.৩০টা-৪.৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এছাড়া ভর্তি পরীক্ষা ও আসন বিন্যাস সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.bsmrstu.edu.bd পাওয়া যাবে।