ইবি’র 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর কাছে ফলাফল হস্তান্তর করেন 'এ' ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. লোকমান হোসাইন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর কাছে ফলাফল হস্তান্তর করেন 'এ' ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. লোকমান হোসাইন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে 'এ' ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. লোকমান হোসাইন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর কাছে ফলাফল হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

এ সময় ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আ ফ ম আকবর হোসাইন, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, আল হাদিস বিভাগের অধ্যাপক ড. আশরাফুল আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট ইউনিট সূত্রে জানা যায়, এ বছর ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে মোট ১ হাজার ৮৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে মোট ৪৬৪ জন পাস করেছেন।

বিজ্ঞাপন

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে থেকে ২৪০ জনকে মেধা তালিকায় রাখা হয়েছে। বাকি ২২৪ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। লিখিত পরীক্ষায় পাসের ওপর ভিত্তি করে এ মেধা তালিকা প্রকাশ করা হয়েছে জানা গেছে।

‘এ’ ইউনিটের ফলাফলসহ ভর্তি বিষয়ক বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.iuac.bd) পাওয়া যাবে।