টেন্ডার সংক্রান্ত ফোনালাপ ফাঁস, নুর বললেন ষড়যন্ত্র

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভিপি নুর/ফাইল ছবি

ভিপি নুর/ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের টেলিফোন কথোপকথনের একটি অডিও ফাঁস হয়েছে। যা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ফোনালাপে ভিপি নুরকে জনৈক এক প্রকল্প কর্মকর্তার কাছে তদবির এবং প্রবাসী এক বাংলাদেশির সঙ্গে টেলিফোনে টাকা লেনদেনের বিষয়ে কথা বলতে শোনা গেছে। তবে ভিপি নুরুল হক নুর এই ফোনালাপকে রাষ্ট্রীয় ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন। একই সঙ্গে তাকে হেনস্তা ও জনগণকে বিভ্রান্ত করার জন্য প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন নুর।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ ডিসেম্বর)  সন্ধ্যার দিকে চ্যানেল নিউজ২৪ এ ফোনালাপটি প্রকাশ করে। অডিওটি প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

ফোনালাপে শোনা যায়, 'নুর একজনকে উদ্দেশ্য করে বলছেন ঐ যে আমি ১৩ কোটি টাকার একটি কাজ পেয়েছি। সেটার জন্য ব্যাংক সিকিউরিটি লাগবে। উনি আমার আন্টি। যদি আপনি সিকিউরিটি দেন তাহলে...।

বিজ্ঞাপন

অপর প্রান্ত থেকে আরেকজন বলেন, আসলে আমি জানি তোমাদের এখন অনেক টাকার প্রয়োজন।'

এ সময় ভিপি নুর বলেন, এই মানে যতটুকু সৎ থাকা যায় চেষ্টা করছি। তখন ওই প্রবাসী টাকা পাঠানোর জন্য ভিপি নুরের কাছে কিছু প্রয়োজনীয় তথ্য চান। এরপর ভিপি নুর বলেন, আপনি বলছেন, ঠিক আছে-খুশি হয়েছি। এ সময় হোয়াটসঅ্যাপে কল দিচ্ছি বলেও জানান ওই প্রবাসী।

অডিও ফাঁস হওয়ার পরপরই ফেসবুক লাইভে আসেন নুর।

তিনি বলেন, আমাদের হেয় করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য একটা ফোনালাপের কিছু আংশিক অংশ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে প্রচার করা হয়েছে। যাতে মানুষের মনে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়।

তিনি বলেন, অনেক কথা বার্তার আংশিক অংশ প্রচার করা হয়েছে একটা প্রপাগান্ডা ছড়ানোর জন্য। যেটা ছিল আমার আন্টির ব্যবসায়িক একটা বিষয়। এখানে ঘুষ, দুর্নীতি কাউকে তোষামোদ বা তদবিরের কোনো কিছু নেই। আমার আন্টি একজন কনস্ট্রাকশন কর্মকর্তা। তার ছেলের মৃত্যুর কারণে তিনি ঢাকায় ফিরতে পারছেন না। তাই আমাকে বলল আমি পরিচিত কাউকে দিয়ে ব্যাংক গ্যারান্টি নিতে পারি কিনা। তখন আমি একজনকে কল দিই। আর সে কথাগুলোর আংশিক অংশ প্রচার করা হচ্ছে।

প্রবাসীর হেল্প সম্পর্কে নুর বলেন, একজন প্রবাসী আমাদের সংগঠনকে হেল্প করতে চেয়েছে। আমি তাকে বলেছি আমাদের এই মুহূর্তে কোনো হেল্প প্রয়োজন নেই, যদি হয় তাহলে আপনাকে বলব। একপর্যায়ে রাষ্ট্রীয় নজরদারির কথা বিবেচনা করে আমি তাকে বলেছি আপনি আর কিছু বলতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়েন। কিন্তু বক্তব্যের আংশিক অংশ কেটে আমাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে, আমার রিপ্লে কি ছিল সেটা প্রকাশ করা হয়নি।

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এটি ফাঁস হয়েছে অভিযোগ করে নুর বলেন, এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ফাঁস হয়েছে। এটা এক ধরণের হলুদ সাংবাদিকতা। আমি আইনের আশ্রয় নেব।