ইবি কনজুমার ইয়ুথ’র সভাপতি মোস্তাফিজ, সম্পাদক শাহেদ

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শাহেদুল ইসলাম

সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শাহেদুল ইসলাম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভোক্তা অধিকার বিষয়ক সংগঠন কনজুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে আইন বিভাগের শাহেদুল ইসলাম মনোনীত হয়েছেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে অনুষ্ঠিত ভোক্তা অধিকার বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা শেষে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সিওয়াইবি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোহরাওয়ার্দী শুভ।

বিজ্ঞাপন

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আবু ইউসুফ, নাজমুল হাসান ও আরমান হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাজেদা আক্তার জলি, মাজহারুল ইসলাম, আজিজুল হক মিরাজ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, অর্থ সম্পাদক আল আমিন হোসেন, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন জনি, ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক মোস্তা হাবিবুল্লাহ প্রমুখ।

সিওয়াইবি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিওয়াইবি ইবি শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মেহের আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- উপদেষ্টা অধ্যাপক ড. রশিদুজ্জামান, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. হাফিজুর রহমান, সিওয়াইবি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোহরাওয়ার্দী শুভ প্রমুখ।

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন- আইন বিভাগের সহকারী অধ্যাপক আনিচুর রহমান আনিস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল, ইবি প্রেস ক্লাবের সভাপতি ফেরদাউসুর রহমান সোহাগ, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জীবনসহ সিওয়াইবির বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

উল্লেখ্য, সিওয়াইবি বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটি’ বা ‘সচেতন ভোক্তা সমাজ’ (সিসিএস) এর যুব শাখা। সংগঠনটি দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার বাস্তবায়নে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সৃষ্টি এবং প্রশিক্ষণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।