জাবিসাসের নতুন সদস্য আহ্বান

  • জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) জন্য ২০২০ সালের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য আহ্বান করেছে। জাবিসাসের গঠনতন্ত্রের পাঁচ ধারা অনুযায়ী ১২ ডিসেম্বর থেকে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদের জন্য আগ্রহীরা আবেদন করতে পারবেন।

শনিবার (১৪ ডিসেম্বর) সাংবাদিক সমিতির সভাপতি প্লাবন তারিক বার্তা২৪.কম-কে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, সদস্যপদ নবায়নকারী এবং নতুন সদস্যপদ প্রত্যাশীদের অফিস সহকারী সাখাওয়াত হোসেনের কাছ থেকে নির্ধারিত ফি দিয়ে আবেদনপত্র গ্রহণ ও জমা দিতে হবে। বিভিন্ন জাতীয় দৈনিক, সংবাদ সংস্থা, অনলাইন পত্রিকা, টিভি চ্যানেল ও রেডিওতে কর্মরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা সমিতির সদস্যপদ লাভ করতে পারবেন।

এছাড়া নতুন সদস্যপদ প্রার্থীকে আবেদনপত্রের সঙ্গে পত্রিকা থেকে পাওয়া নিয়োগপত্র বা পরিচয়পত্র, এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ওই পত্রিকায় প্রকাশিত কমপক্ষে তিনটি বিশেষ প্রতিবেদন জমাদানসহ কর্মরত গণমাধ্যমে বিগত তিন মাসের অন্তত দশটি প্রতিবেদন থাকতে হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন