ইবি শিক্ষক সমিতির সভাপতি আখতার, সম্পাদক মোস্তাফিজুর

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইবি শিক্ষক সমিতির সভাপতি আখতার, সম্পাদক মোস্তাফিজ

ইবি শিক্ষক সমিতির সভাপতি আখতার, সম্পাদক মোস্তাফিজ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির ২০২০ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

নির্বাচন শেষে চলে ভোট গণনা। এরপর রাত ৯টার দিকে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ।

এবারের নির্বাচনে শিক্ষকদের মধ্যে আওয়ামী লীগের দুটি প্যানেল এবং বিএনপি-জামায়াত থেকে একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এছাড়া স্বতন্ত্রভাবে সভাপতি-সম্পাদক পদে দুই শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করেন।

বিজ্ঞাপন

এর মধ্য আওয়ামীপন্থী প্যালেন থেকে সভাপতি পদে ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হন অধ্যাপক ড. কাজী আখতার হোসেন এবং বিএনপি-জামায়াতপন্থী প্যানেল থেকে ১৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।

মোট ১৫টি পদের বিপরীতে আওয়ামীপন্থী প্যানেল ১০টি এবং বাকি ৫টি পদে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকরা জয়ী হয়েছেন।

নির্বাচনে বিজয়ীদের মধ্যে সহ-সভাপতি পদে ১৪৫ ভোট পেয়ে অধ্যাপক ড. মেহের আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ১২৭ ভোটে অধ্যাপক ড. মিজানুর রহমান এবং কোষাধ্যক্ষ পদে ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. শেলীনা নাসরীন।

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন- অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, অধ্যাপক ড. এ টি এম মিজানুর রহমান, অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদ, অধ্যাপক ড. মোস্তাফা কামাল, অধ্যাপক ড. আতিকুর রহমান, অধ্যাপক ড. রাশিদুজ্জামান, অধ্যাপক ড. সাইদুর রহমান, অধ্যাপক ড. নুরুন নাহার এবং সহকারী অধ্যাপক ড. আনিছুর রহমান।

নির্বাচনের ফলাফল সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার ও বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে এবারের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোট ৩৯৬ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৩৪৬টি। এর মধ্যে দুইটি ভোট বাতিল হয়েছে।’