নোবিপ্রবিতে বিজয় দিবস উদযাপিত

  • নোবিপ্রবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

বিজয় দিবস উপলক্ষে র‌্যালি বের করা হয়, ছবি: বার্তা২৪.কম

বিজয় দিবস উপলক্ষে র‌্যালি বের করা হয়, ছবি: বার্তা২৪.কম

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্যের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

বিজ্ঞাপন

পরে উপাচার্য প্রফেসর ড. দিদার-উল-আলমের নেতৃত্বে একটি বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার গিয়ে শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

                                   বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় 

বিজ্ঞাপন

এসময় বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, চেয়ারম্যান, হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

পরে বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিছ অডিটোরিয়ামে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রেজিস্টার প্রফেসর মমিনুল হকের সঞ্চালনায় ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রধান অতিথির বক্তব্য দেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষক সমিতির নেতা, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।