ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড, এখন সময়ের দাবি: ঢাবি উপাচার্য

  • ঢাবি করেসটন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বক্তব্য রাখছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, ছবি: বার্তা২৪.কম

বক্তব্য রাখছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, ছবি: বার্তা২৪.কম

কুর্মিটোলায় ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বুধবার (৮ জানুয়ারি) অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজিত এক মানববন্ধনে এসব বলেন তিনি।

বিজ্ঞাপন

উপাচার্য বলেন, ‘এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার বিচারে কোনো আইনি ঘাটতি থাকলে তা সংশোধনের মাধ্যমে আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা এখন সময়ের দাবি।

মানববন্ধনে আইন-শৃঙ্খলাবাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে উপাচার্য বলেন, এই ঘটনায় যেভাবে এগিয়ে এসেছেন সেভাবে সমাজের সকল অন্যায় অবিচারের ঘটনায় এগিয়ে আসবেন এই আশা করি।

বিজ্ঞাপন