ঢাবিতে অনশন: গুরুতর অসুস্থ ৪, হাসপাতালে ২

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অসুস্থদের ঢামেক হাসপাতালে নেওয়া হয়, ছবি: বার্তা২৪.কম

অসুস্থদের ঢামেক হাসপাতালে নেওয়া হয়, ছবি: বার্তা২৪.কম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে রাজুভাস্কর্যে আমরণ অনশন পালন করে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর সোয় ১২টার দিকে অনশনকারী দুই শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসুস্থদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী অপূর্ব চক্রবর্তী ও শিক্ষার্থী অর্ক।

বিজ্ঞাপন

আরও পড়ুন: তাঁবু টানিয়ে শীতের রাতেও অনশন অব্যাহত

এর আগে সকাল ৯টার দিকে অসুস্থ হয়ে পড়েন আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী। তাদের মধ্যে জগন্নাথ হল ছাত্র সংসদের জিএস কাজল দাস, সমাজসেবা সম্পাদক প্রদীপ দাস রয়েছেন। জানা যায়, তাদের হাসপাতালে নিয়ে যেতে চাইলে তারা রাজি হননি। অনশনের স্থান রাজু ভাস্কর্যের পাদদেশেই স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

বিজ্ঞাপন