বেরোবি শিক্ষক সমিতির সভাপতি ফরিদুল, সম্পাদক তাবিউর

  • বেরোবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

বেরোবি শিক্ষক সমিতির সভাপতি ফরিদুল, সম্পাদক তাবিউর

বেরোবি শিক্ষক সমিতির সভাপতি ফরিদুল, সম্পাদক তাবিউর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক সমিতির ২০২০ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি আবু কালাম মো. ফরিদ উল ইসলাম ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান নির্বাচিত হয়েছেন।

এতে ১৫ টি পদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ‘প্রগতিশীল শিক্ষক সমাজ’ ৮টি এবং বঙ্গবন্ধু পরিষদ, নীল দল ও প্রগতিশীলের একাংশ মিলে ৭টি পদে জয়লাভ করেছে।

বিজ্ঞাপন

রোববার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় প্রধান নির্বাচন কমিশনার ও ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক আলী রায়হান সরকার এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোট ১৮৭ জন ভোটারের মধ্যে ১৫৭ জন শিক্ষক ভোট দিয়েছেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।

প্রগতিশীল শিক্ষকদের একাংশ, নীল দল ও বঙ্গবন্ধু পরিষদ নিয়ে গঠিত প্যানেলে আবু কালাম মো. ফরিদ উল ইসলাম সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ারুল আযিম কোষাধ্যক্ষ, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার জাহাঙ্গীর আলম যুগ্ম-সম্পাদক। ড. গাজী মাজহারুল আনোয়ার, সাব্বীর আহমেদ চৌধুরী, ড. বিজন মোহন চাকী ও শরিফুল ইসলাম সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে প্রগতিশীলের পূর্ণাঙ্গ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান। সহ-সভাপতি পদে মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ফেরদৌস রহমান। এছাড়া সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন ড. মোঃ নূর আলম সিদ্দিক, ড. আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম, রাজিয়া সুলতানা, এ কে এম কাজী সাজ্জাদ হোসেন, আসিফ আল মতিন ও প্রদীপ কুমার সরকার।