ইবিতে মুখোমুখি ছাত্রলীগের দু'পক্ষ

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইবিতে মুখোমুখি ছাত্রলীগের দুই পক্ষ

ইবিতে মুখোমুখি ছাত্রলীগের দুই পক্ষ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছে। এর ফলে ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের ক্যাম্পাসে আসার সংবাদে তাদেরকে প্রতিহত করার লক্ষে মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নিয়েছে একাংশের (পদবঞ্চিত) নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

অন্যদিকে সভাপতি-সম্পাদককে নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন তাদের অনুসারীরা। দু'গ্রুপের এই মুখোমুখি অবস্থানে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এর ফলে আতঙ্ক বিরাজ করছে শিক্ষার্থীদের মধ্যে।

দলীয় সূত্রে , সকাল সাড়ে ১১টার দিকে দলীয় টেন্ট থেকে একাংশের (পদবঞ্চিত) নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রধান ফটকের দিকে গেলে সভাপতি-সম্পাদক গ্রুপের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় পদবঞ্চিতরা ধাওয়া দিলে বাকিরা পালিয়ে যায়।

বিজ্ঞাপন

প্রতিবেদনটি লেখা অবদি ছাত্রলীগের একাংশের (পদবঞ্চিত) নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান ও বিক্ষোভ অব্যাহত রেখেছেন। এছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাসের পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রক্টর ড. আনিছুর রহমান বলেন, ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখাতে আমরা কাজ করছি। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী, র‍্যাব ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।

উল্লেখ্য, কেন্দ্র থেকে অর্থের বিনিময়ে নতুন কমিটি আনার অভিযোগ এনে সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চলতি কমিটিকে অবৈধ দাবি করেন একাংশের নেতাকর্মীরা। একইসঙ্গে কমিটির সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা।