জাবিতে ‘গ্রামীণ ভারতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ’ শীর্ষক সেমিনার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের আয়োজনে ‘গ্রামীণ ভারতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় ইউনিভার্সিটি অব কলকাতার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. প্রভাত কুমার দত্ত ভারতের সরকার ব্যবস্থা, স্থানীয় প্রশাসন, গ্রাম সরকার কাঠামো ও প্রশাসনের বিকেন্দ্রীকরণের উপর প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারের সভাপতিত্ব করেন লোক প্রশাসন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক জেবউননেছা।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপ-উপাচার্য অধ্যাপক আবুল কাশেম মজুমদার, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা আক্তার, লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক নুরুল আমিন, মাহমুদুর রহমান ও ফারহানা আফরোজ, সহকারী অধ্যাপক মনির উদ্দিন শিকদার ও আবু সাইফ মো. তৌহিদুল আনাম প্রমুখ।