নোবিপ্রবিতে বসন্ত উৎসব

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

বসন্ত উৎসব উদযাপনে র‍্যালি, ছবি: বার্তা২৪.কম

বসন্ত উৎসব উদযাপনে র‍্যালি, ছবি: বার্তা২৪.কম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে বসন্ত উৎসব ১৪২৬ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্যের সম্মুখে এ উপলক্ষে র‌্যালি, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নোবিপ্রবি বাংলা বিভাগ আয়োজিত এসব অনুষ্ঠানমালার উদ্বোধন করেন, নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম।

বিজ্ঞাপন
পিঠা উৎসব

এসময় আরো উপস্থিত ছিলেন, নোবিপ্রবি রেজিস্টার প্রফেসর ড. মো. আবুল হোসেন, বাংলাবিভাগের চেয়ারম্যান ও উৎসব উদযাপন কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মো. মজনুর রহমানসহ নোবিপ্রবি বাংলা ও অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।