রাবিতে প্রেম বঞ্চিত সংঘের র‌্যালি ও সমাবেশ

  • রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রেম বঞ্চিত সংঘের র‌্যালি ও সমাবেশ, ছবি: বার্তা২৪.কম

প্রেম বঞ্চিত সংঘের র‌্যালি ও সমাবেশ, ছবি: বার্তা২৪.কম

তুমি কে? আমি কে? বঞ্চিত, বঞ্চিত। ‘কেউ পাবে তো কেউ পাবে, না তা হবে না তা হবে না’। ‘প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না’। এমন সব স্লোগান নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রেমবঞ্চিত সংঘের ব্যানারে প্রতিবাদী র‌্যালি ও সমাবেশ করেছে একদল শিক্ষার্থী। ভালোবাসা দিবস উপলক্ষে এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছন দিক আমতালা থেকে র‌্যালিটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশ করে।

বিজ্ঞাপন

সমাবেশে সংগঠনের সভাপতি নুরুল ইসলাম জীম বলেন, বর্তমানে ১৪ ফেব্রুয়ারিতে প্রেমের নামে যে অশ্লীলতা হয় তার বিরুদ্ধে আমরা প্রতিবাদী র‌্যালি করেছি। একজন অনেক জনের সাথে প্রেম করে এটির বিরুদ্ধে আমরা। আমরা চাই প্রেমের সুষম বণ্টন।

এছাড়াও আজ গণস্বাক্ষর, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, পথ শিশু ও দুস্থদের একবেলা খাবারের আয়োজন করেছে সংগঠনটি।

বিশ্ববিদ্যালয় প্রেমবঞ্চিত সংঘের সভাপতি নুরুল ইসলাম জিম ও সাধারণ সম্পাদক তন্ময় রশিদ নেতৃত্বে এ সময় দুই শতাধিক শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন।

বিজ্ঞাপন