টিএসসিতে শুরু হলো ‘ভালোবাসার মাতৃভাষা’

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টিএসসিতে শুরু হলো ‘ভালোবাসার মাতৃভাষা’

টিএসসিতে শুরু হলো ‘ভালোবাসার মাতৃভাষা’

বাংলা ভাষা-সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সর্বস্তরে আরও বেশি বিকশিত ও গতিশীল করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শুরু হয়েছে পনের দিনব্যাপী গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের সৌজন্যে ‘ভালোবাসার মাতৃভাষা’।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) টিএসসি কেন্দ্রিক বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে বিকেল ৪টা থেকে এটি শুরু হয়।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, বাঙালি জাতির গৌরব ও ঐতিহ্যের মাস ফেব্রুয়ারি। ভাষার এই মাসে বাংলা একাডেমিতে চলছে অমর একুশে বইমেলা। এই চেতনাকে সর্বস্তরে আরও বেশি বিকশিত ও গতিশীল করার জন্য আমাদের এ আয়োজন।

শিক্ষার্থীদের পরিবেশনায় উৎসবে থাকছে নৃত্য, সংগীত, আবৃত্তি, নাটক, মূকাভিনয়, কুইজ, চলচ্চিত্র প্রদর্শনী, স্থিরচিত্র প্রদর্শনী, ভাষাভিত্তিক রচনা প্রতিযোগিতা, সাইকেল শোভাযাত্রা ইত্যাদি।

বিজ্ঞাপন

উৎসবটি আজ থেকে শুরু হয়ে চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত টিএসসি ও স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হবে।