ইবি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এই কর্মকর্তার বিরুদ্ধে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে/ছবি: বার্তা২৪.কম

এই কর্মকর্তার বিরুদ্ধে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে/ছবি: বার্তা২৪.কম

অর্থ আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মনিরুল ইসলাম নামে ওই কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং প্রেস অফিসে কর্মরত বলে জানা গেছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিকেলে তদন্ত কমিটি গঠনের বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

বিজ্ঞাপন

এ বিষয়ে তিনি জানান, কয়েকটি দৈনিক পত্রিকায় চেক জালিয়াতির অভিযোগের সংবাদ প্রকাশের ভিত্তেতে বিষয়টি খতিয়ে দেখতে মনিরুল ইসলামের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দশ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

কমিটিতে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতারকে আহবায়ক, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামকে সদস্য এবং উপ-প্রকৌশলী এম শরিফ উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা জর্জ কোর্টের অ্যাডভোকেট নেকবার হোসেন স্বাক্ষরিত এক ডিমান্ড নোটিশের মাধ্যমে ইবি কর্মকর্তা মনিরুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আনেন মাসুদ করিমের এক ব্যক্তি। এতে ১০ লাখ টাকা আত্মসাতের কথা উল্লেখ করা হয়।