ইবিতে আঞ্চলিক বিতর্ক প্রতিযোগিতা

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ইবিতে আঞ্চলিক বিতর্ক প্রতিযোগিতা/ছবি: বার্তা২৪.কম

ইবিতে আঞ্চলিক বিতর্ক প্রতিযোগিতা/ছবি: বার্তা২৪.কম

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মনোমুগ্ধকর পেশাভিত্তিক আঞ্চলিক রম্য বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আঞ্চলিক ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ক্যাম্পাসের বাংলামঞ্চে এ প্রতিযোগিতার আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (আইইউডিএস)।

বিজ্ঞাপন

‘আমার জেলায়, আমার পেশায় আমিই সেরা এই বাংলায়’ এ বিষয়কে সামনে রেখে প্রতিযোগিতায় বিতার্কিকরা প্রত্যেকে নিজ নিজ জেলাকে বিভিন্ন পেশার চরিত্রে রম্যের মাধ্যমে ফুটিয়ে তোলেন।

আঞ্চলিক এ রম্য বিতর্কে অঞ্চলভেদে মোট ৭টি চরিত্র তুলে ধরা হয়। চরিত্রগুলো হলো- মেকাপ আর্টিস্ট, ঘটক, শুটকি ব্যবসায়ী, বিরিয়ানি ব্যবসায়ী, ঘুষখোর কর্মকর্তা, রাধুনী ও কবিরাজ।

বিজ্ঞাপন

অঞ্চলভেদে প্রতিযোগীরা হলেন- চাঁদনী আক্তার (বরিশাল), সাদিক হোসনে (বগুড়া), শাহেদ আহমেদ (চট্টগ্রাম), জান্নাতুল ফেরদৌস (পুরান ঢাকা), আজিজুল হক পিয়াস (নোয়াখালী), ইরানি খাতুন (খুলনা) ও মাহদী হাসান (চাঁপাইনবাবগঞ্জ)।

আইইউডিএস এর আহ্বায়ক শাহাদাত নিশানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুন, ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক বনানী আফরিন প্রমুখ।