ইবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, ছবি: সংগৃহীত

ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, ছবি: সংগৃহীত

জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২২ ফেব্রুয়ারি মধ্যরাতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।  

কমিটিতে শেখ রাসেল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রবিউল হোসেনকে আহ্বায়ক, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুব বিন শাহজাহান এবং সহকারী প্রক্টর প্রভাষক আরিফুল ইসলামকে কমিটির সদস্য করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, জুনিয়র কর্তৃক সিনিয়রকে মারধরকে কেন্দ্র করে গত ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে। এতে উভয় গ্রুপের অন্তত ৮ নেতাকর্মী আহত হন।