ঢাবির ৫ শিক্ষক চাকরিচ্যুত

  • ঢাবি করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচজন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী বৈঠক সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সিন্ডিকেট সদস্য রাতে বার্তা২৪.কম-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

চাকরিচ্যুত ওই শিক্ষকরা হলেন, বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আজমেরী ফেরদৌস, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মিসেস ইয়াসমিন আকতার ও মো. মহসীন এবং পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মিসেস রাদিয়া তাইসির।

বিজ্ঞাপন

সূত্র জানায়, সমাজবিজ্ঞান বিভাগের আজমেরি ফেরদৌসকে আবেদনের প্রেক্ষিতে অব্যাহতি দেওয়া হয়েছে। আর বাকী চারজনকে শিক্ষা ছুটি শেষ করার পরও কাজে যোগদান না করায় চাকরিচ্যুত করা হয়েছে।