রোকেয়া হলের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসবে দীপু মনি

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

রোকেয়া হলের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসবে দীপু মনি/ছবি: বার্তা২৪.কম

রোকেয়া হলের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসবে দীপু মনি/ছবি: বার্তা২৪.কম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে আয়োজন করা হয়েছিল তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ছিল আয়োজনের শেষ দিন। এদিন প্রধান অতিথি হিসাবে হল প্রাঙ্গণে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসাবে মঞ্চে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দীন আহমেদ, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও এফবিসিসিআই’র সহ-সভাপতি দিলীপ কুমার আগারওয়াল।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শের প্রতিফলনের মাধ্যমেই আমরা তাকে জীবন্ত রাখতে পারি। তিনি শুধু আমাদের একটি দেশ দেননি, তিনি আমাদের আত্মপরিচয় দিয়েছেন। আমরা কেমন জীবন চাই, কেমন একটি দেশ চাই সেটিরও রূপরেখা তিনি দিয়ে গেছেন।  

বিজ্ঞাপন

এ সময় আগত মেহমানদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন হল সংসদের নেত্রীরা। তিন দিনব্যাপী এই আয়োজনের মূল স্লোগান ছিল ‘বাংলাদেশের অপর নাম শেখ মুজিবুর রহমান’।

হল সংসদের পরিবেশনায় বঙ্গবন্ধু স্মরণে গান, নৃত্য, আবৃত্তি, অভিনয় পরিবেশন করেন রোকেয়া হলের শিক্ষার্থীরা।