বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী বহিষ্কার, তদন্ত কমিটি গঠন

  • ববি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বরিশাল বিশ্ববিদ্যালয়, ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়, ছবি: সংগৃহীত

শিক্ষার্থী নির্যাতন ও হামলার ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ঘটনার তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস।

বিজ্ঞাপন

তিনি জানান, মঙ্গলবার বিকেলে ও দিবাগত রাতে পৃথক দু’টি অপ্রীতিকর ঘটনা ঘটে। ওই দুই ঘটনায় প্রাথমিক তদন্তে দু’জনের জড়িত থাকার বিষয়টি সামনে আসে। সার্বিক দিক পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তাহামিদ জাহান নাভিদ এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আল সামাদ শান্তকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এছাড়া ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ৫ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রধান হলেন- পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. খোরশেদ আলম, শের-ই বাংলা হলের আবাসিক শিক্ষক সাদমান শাকিব বিন রহমান এবং সহকারী প্রক্টর সুপ্রভাত হালদার।

বিজ্ঞাপন

এর আগে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শের-ই বাংলা হলের পক্ষ থেকে গত ২৬ ফেব্রুয়ারি একটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। ৩ সদস্যের ওই কমিটির ৫ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা।