বরিশাল বিশ্ববিদ্যালয়ের পিছু ছাড়ছে না বিতর্কিত কর্মকাণ্ড

  • জহির রায়হান, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রতিষ্ঠিত হয় ২০১১ সালে। শিক্ষা কার্যক্রম শুরু হয় ২০১২ সালের ২৪ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে পড়াশুনার মান আর প্রোগ্রামিং দক্ষতার দিক থেকে এগিয়ে যাচ্ছে ববি। সম্প্রতি প্রোগ্রামিং দক্ষতার ভিত্তিতে দেশের ১১৯টি পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা সমমানের প্রতিষ্ঠান নিয়ে SYNAPSE জরিপে র‌্যাংকিংয়ে ববি’র অবস্থান ২০ তম।

তবে ববির পিছু ছাড়ছে না বির্তকমূলক কর্মকাণ্ড। রাজনীতির আধিপত্য বিস্তার, পরিবহন ভাড়া নিয়ে শিক্ষার্থী-বাস শ্রমিকদের সংঘাত, সিনিয়র-জুনিয়র লড়াই আর হল ও সিট দখল নিয়ে প্রায়ই ঘটছে ধাওয়া-পাল্টা ধাওয়া।

বিজ্ঞাপন

ববি'র আলোচিত ঘটনা

সাওদা হত্যা:  ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর প্রথম বর্ষের ছাত্রী সাওদাকে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে তাঁর প্রেমিক রাসেল।

বিজ্ঞাপন

ববি'ব কর্মচারীদের ওপর হামলা

২০১৪ সালের পাঁচ জুন কতিপয় বিপদগামী শিক্ষকের ইন্ধনে ববি'র অফিস কক্ষে ঢুকে সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপসহ চার কর্মকর্তার ওপর হামলা চালায় বিপদগামী শিক্ষার্থীরা। 

ববি'র শিক্ষার্থী ও পাবলিক বাস শ্রমিকের সংর্ঘষ

২০১৪ সালের ২৯ মে ঘটে বাসের ভাড়া ও নির্ধারিত স্থানে বাস না থামায় শিক্ষার্থী ও বাস শ্রমিকদের ব্যাপক সংর্ঘষ হয়। এতে দুই বাস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলা নিয়ে লঙ্কাকাণ্ড

গেল বছর ২০১৯ সালে শিক্ষার্থীদের বাদ দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের কর্মসূচির আয়োজন করেন ববি'ব তৎকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর এসএম ইমামুল হক।

পরে এর প্রতিবাদ করায় শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে মন্তব্য করেন উপাচার্য। এরপর ২৬ মার্চ থেকেই উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রথমে শিক্ষার্থীরা পরে শিক্ষকরা একযোগ হয়ে লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করে।

শিক্ষার্থীদের টানা ৩৪ দিন আন্দোলনের কারণে ওই বছরের ২৭ মে বিশ্ববিদ্যালয়ে না এসে ঢাকার লিঁয়াজো অফিস থেকেই পদত্যাগ করেন সাবেক এই উপাচার্য  ইমামুল হক।

ফলে অভিভাবকহীন হয়ে পড়ে ববি। স্থগিত হয়ে যায় পূর্ব নির্ধারিত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা।

ববি'র সাবেক রেজিস্টার চাকরিচ্যুত ও ইস্যু ক্লার্ক বহিষ্কার

২০১৯ সালের নয় এপ্রিল সিন্ডিকেট কমিটির সভায় নৈতিক স্খলনের অভিযোগে সাময়িক বরখাস্ত ববি'র সাবেক রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়।

এরপর ববি'র কেন্দ্রীয় লাইব্রেরির ইস্যু ক্লার্ক মোঃ বনি আমিনকে কলেজ ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের দায়ে তাকে ইস্যু ক্লার্ক পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

সর্বশেষ শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতন

চলতি মাসের মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে আধিপত্য বিস্তার আর ববি'র বঙ্গবন্ধু হলের সিট নিয়ে ববি'ব কমিটিহীন ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে হামলায় ধাঁরালো অস্ত্রের কোপে চার ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হন।

আহত ববি'ব রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ফাতাউর রাফি, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের জাহিদ ওরফে জিদান ও ফারহান শাহরিয়ার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছেন।

একই দিন রাত ১০ টার দিকে ববি'ব ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের মাস্টার্সের ছাত্র শাহ জালালকে তাঁর শের-ই বাংলা হলের ৪০১৬ নম্বর কক্ষ থেকে ডেকে ১০০১ নম্বর কক্ষে নিয়ে যায় ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী শান্ত।এরপর হাত-পা ও মুখ বেঁধে লোহার রড ও লাঠি দিয়ে তার ওপর নির্যাতন চালানো হয়।

এ হামলা ও নির্যাতনের ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে ববি'র শৃঙ্খলা মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী জড়িত দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সাময়িক বহিষ্কৃতরা হলেন- বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তাহমিদ জামান নাভিদ এবং ভূ-তত্ত্ব ও খনি বিদ্যা বিভাগের ২০১৭-১৮ইং শিক্ষাবর্ষের আল সামাদ শান্ত।

এছাড়া এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ববি'ব ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী পিয়াস খান বার্তা২৪.কমকে জানান, এই নৃশংস সন্ত্রাসী হামলায় জড়িত সদ্য সাময়িক বহিষ্কৃত নাভিদ ও তাঁর সহযোগীদের ববি থেকে স্থায়ী বহিষ্কাকারে দাবী করেন। পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারেরও দাবী জানান এই শিক্ষার্থী।        

ববি'ব প্রক্টর ড. সুব্রত কুমার দাস বার্তা২৪.কম কে জানান, ববি'র শিক্ষার পরিবেশ শান্ত ও সুষ্ঠু-স্বাভাবিক রাখতে উপাচার্যসহ সকল শিক্ষক-শিক্ষিকার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী কঠোর ভূমিকা পালন করছে।

তারপরও যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে তা সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

সম্প্রতি শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় দুই শিক্ষার্থীকে বহিষ্কারের পাশাপাশি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরে জড়িতদের বিরুদ্ধে  প্রয়োজনীও সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই প্রক্টর।   

ববি বাস্তবায়ন কমিটির সদস্য অধ্যাপক স ম ইমানুল হাকিম বার্তা২৪.কম জানান, অনেক আন্দোলন সংগ্রামের ফসল হলো বরিশাল বিশ্ববিদ্যালয়। যখন শুনি ববি'র সাফল্যের কথা তখন গর্বে বুকটা ভরে যায়। আবার যখন শুনি তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে অশান্ত পরিবেশ সৃষ্টি তখন অভিভাবকসহ সকলের মধ্য উদ্বেগ-উৎকন্ঠা সৃষ্টি হয়।

তাই ছাত্র-শিক্ষকের মধ্যে নিবিড় সম্পর্কের পাশাপাশি সকলের আন্তরিকতাই পারে ববিকে শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে।