আইইবি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান হলেন বিডিইউ উপাচার্য

  • ক্যাম্পাস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আইইবি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান/  ছবি: সংগৃৃহীত

আইইবি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান/ ছবি: সংগৃৃহীত

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।

২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) উৎসবমুখর পরিবেশে সারাদেশে আইইবির কেন্দ্রসমূহে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) রাতে ফলাফল ঘোষণা করে আইইবি’র নির্বাচন কমিশন। এতে বিডিইউ উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। আইইবি'তে সারাদেশে ৮ হাজার নিবন্ধিত সিভিল ইঞ্জিনিয়ার ভোটার রয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে আইইবি'র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি পরিবার। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আশরাফ উদ্দিন, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীরসহ বিডিইউ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, আইইবি’র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে সারা বংলাদেশের সিভিল ইঞ্জিনিয়াররা সংযুক্ত। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল সিভিল ইঞ্জিনিয়ারদের সাথে নিয়ে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে মুজিব বর্ষে সকল সিভিল ইঞ্জিনিয়ারদের সাথে নিয়ে জাঁকজমকপূর্ণভাবে মুজিব বর্ষ উদযাপন করা হবে বলেও জানান ড. নূর।

বিজ্ঞাপন

অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর এর আগে আইইবি’র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস চেয়ারম্যান এবং বেশ কয়েকবার সেন্ট্রাল কাউন্সিল মেম্বার নির্বাচিত হয়েছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্ব পালনের আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটির) উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন ড. নূর। তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের অন্যতম সদস্য।