নোয়াখালীতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ঢাবিতে বিক্ষোভ

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছাত্রলীগ কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল/ছবি: বার্তা২৪.কম

ছাত্রলীগ কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল/ছবি: বার্তা২৪.কম

নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগ কর্মীদের ওপর শিবিরের সশস্ত্র হামলা ও খুলনার কয়রা উপজেলার সাধারণ সম্পাদককে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।

সোমবার (২ মার্চ) রাত সাড়ে দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্যের নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ইউনিটের প্রায় দুই হাজার নেতাকর্মী।

এ সময় ছাত্রলীগ কর্মীরা জামাত-শিবিরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে লেকচার থিয়েটার ভবন হয়ে রাজুভাস্কর্যে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গতকাল নোয়াখালী উপজেলার বেগমগঞ্জে ১ নম্বর আমানউল্লাহপুর ইউনিয়নের পলোয়ান বাজারে ছাত্রলীগের ওপর এলোপাতাড়ি হামলা চালায় শিবির ক্যাডাররা। এ ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধ হয়। তাদের হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহত ছাত্রলীগ কর্মী রাকিবের মৃত্যু হয়। একইসঙ্গে খুলনা জেলায় অন্তর্গত কয়রা উপজেলায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদীজ্জামান রাসেল। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে তার মৃত্যু হয়। দুটি ঘটনার তীব্র নিন্দা ও খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান ছাত্রলীগ।