রাবির ছাত্রউপদেষ্টার দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক লুৎফর রহমান

  • রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অধ্যাপক লুৎফর রহমান অতিরিক্ত পদ হিসেবে ছাত্রউপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন, ছবি: সংগৃহীত

অধ্যাপক লুৎফর রহমান অতিরিক্ত পদ হিসেবে ছাত্রউপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন, ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক লুৎফর রহমান অতিরিক্ত পদে ছাত্রউপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন।

সোমবার (৯ মার্চ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রউপদেষ্টার দপ্তরে যোগদান পত্রে স্বাক্ষর করেন তিনি।

বিজ্ঞাপন

যোগদানের সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টররিয়াল বডির সদস্যসহ জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রভাষ কুমার কর্মকার উপস্থিত ছিলেন।

নতুন দায়িত্ব গ্রহণ করে লুৎফর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালনের সময় শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। প্রশাসন আমার ওপর আস্থা রেখে অতিরিক্ত একটি দায়িত্ব দিয়েছে। আমি চেষ্টা করবো দায়িত্ব যথাযথভাবে পালনের। শিক্ষার্থীদের সার্বিক সুযোগ-সুবিধার ব্যাপারে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, রোববার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী স্বাক্ষরিত এক আদেশে অধ্যাপক লায়লা আরজুমান বানুকে ছাত্রউপদেষ্টার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে উক্ত পদে নতুন নিয়োগ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানকে ছাত্র উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।