স্পোর্টস সাস্ট চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন ‘এফসি ভ্যাগাবন্ড’

  • শাবিপ্রবি কসেপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চ্যাম্পিয়নরা

চ্যাম্পিয়নরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র ক্রীড়া বিষয়ক সংগঠন ‘স্পোর্টস সাস্ট’-এর উদ্যোগে সপ্তমবারের মতো আয়োজিত ‘মাহা স্পোর্টস সাস্ট চ্যাম্পিয়ন্স লিগ-২০২০ (সিজন ৭)’ চ্যাম্পিয়ন হয়েছে এফসি ভ্যাগাবন্ড।

সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে ফাইনালে মুখোমুখি হয় এফসি ভ্যাগাবন্ড এবং রেইস-৭১। ফাইনালে রেইস-৭১ কে এফসি ভ্যাগাবন্ড ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

বিজ্ঞাপন

ফাইনাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মাহার সত্ত্বাধিকারী মাহি উদ্দীন আহমেদ সেলিম, স্পোর্টস সাস্টের সভাপতি জিল্লুর রহমান দিদার, সাধারণ সম্পাদক আল ইমরান জাকারিয়া প্রমুখ।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় সব খেলাধুলায় শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করে থাকে। বিভাগগুলোতে খেলাধুলার জন্য আলাদাভাবে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, সামনে তা আরও বৃদ্ধি করা হবে। ফুটবল এক সময় বাংলাদেশে খুব জনপ্রিয় ছিল।’

বিজ্ঞাপন

এসব খেলাধুলার মাধ্যমে সেরা খেলোয়াড়রা বের হয়ে আসবে এবং হারানো ফুটবলের জনপ্রিয়তা আবারও ফিরিয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

খেলায় ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন আদনান (রেইস-৭১), ম্যান অব দ্যা ফাইনাল জাহাঙ্গীর (এফসি ভ্যাগাবন্ড), মোস্ট ইর্মাজিন প্লেয়ার ওয়াকিল (রেইস-৭১), টুর্নামেন্ট সেরা গোলকিপার মেজবা (এফসি ভ্যাগাবন্ড) এবং সবোর্চ্চ গোলদাতা জাহাঙ্গীর (এফসি ভ্যাগাবন্ড) নির্বাচিত হয়েছেন।

গত ১৬ ফেব্রুয়ারি থেকে ১৬টি দলের অংশগ্রহণে সপ্তমবারের মতো এই টুর্নামেন্ট শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।