জবিতে যৌন হয়রানির বিরুদ্ধে গণস্বাক্ষর

  • জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

যৌন হয়রানির বিরুদ্ধে গণস্বাক্ষর

যৌন হয়রানির বিরুদ্ধে গণস্বাক্ষর

সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই নারী শিক্ষার্থীর শ্লীলতাহানির ঘটনাসহ সব ধরনের যৌন হয়রানির বিরুদ্ধে গণস্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টা থেকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ‘উই আর রেহাশেরস’ ও ‘স্বাধিকার আন্দোলন’ নামক দুটি সংগঠনের উদ্যোগে ক্যাম্পাসের সম্মুখে এই গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
গণস্বাক্ষরে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদমূলক উক্তি, ভাষা ও প্রতিবাদী চিত্র এঁকে গণস্বাক্ষর করেন। শিক্ষার্থীদের মন্তব্যের মধ্যে রয়েছে ‘নারী কে নারী নয় নিজের মা, বোন ভাবতে শিখুন, নারী এক মা একই সত্ত্বা সুতরাং তাদেরকে সম্মান করতে শিখুন, যে স্তন্যের রস তোমার শরীরের রয়েছে সে স্তন্যের রসের প্রতি তোমার হিংস্র আচরণ কেন?’

উই আর রেহাশেরসের মুখপাত্র আবদুল্লাহ আল নোমান গণস্বাক্ষর আয়োজনের ব্যাপারে বলেন, ‘উই আর রেহাশেরস একটি সামাজিক সচেতনতামূলক দল। যেটি ব্রিটিশ কাউন্সিল এবং দি হাঙ্গার প্রোজেক্টের অধীনে সমাজকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন ধরনের সামাজিক সচেতনতামূলক কাজ করে থাকে। যৌন হয়রানি একটি সামাজিক ব্যাধি তাই আমরা এটা নিয়ে কাজ করছি। সকলে সচেতন হলে এই ব্যধি সমাজ থেকে দূর করা সম্ভব।’

বিজ্ঞাপন
গণস্বাক্ষরে স্বাক্ষর করেন জবির এক শিক্ষার্থী

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাকিল বলেন, ‘আমরা শুধু যৌন হয়রানির বিরুদ্ধে স্বাক্ষর করিনি বরং নারীদের সকল ধরনের যৌন হয়রানি না করার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি।’