ঢাবিতে ‘বঙ্গবন্ধুর দুর্যোগ ব্যবস্থাপনা ভাবনা’ শীর্ষক সেমিনার

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা.২৪.কম,
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাবিতে ‘বঙ্গবন্ধুর দুর্যোগ ব্যবস্থাপনা ভাবনা’ শীর্ষক সেমিনার /ছবি: বার্তা২৪.কম

ঢাবিতে ‘বঙ্গবন্ধুর দুর্যোগ ব্যবস্থাপনা ভাবনা’ শীর্ষক সেমিনার /ছবি: বার্তা২৪.কম

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২০ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের উদ্যোগে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দুর্যোগ ব্যবস্থাপনা ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীনের সভাপতিত্বে সেমিনারে অধ্যাপক ড. আতিউর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মোহসীন আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সেমিনারে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং ঢাবি ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

মূল প্রবন্ধে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার পর প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ও দুর্যোগ ঝুঁকি-হ্রাসে বিভিন্ন কর্মসূচি বিশেষ করে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি গ্রহণ করেন। এছাড়া, বঙ্গবন্ধু উপকূলীয় অঞ্চলে মুজিব কেল্লা তৈরি, বেড়িবাঁধ নির্মাণ এবং বনায়নসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেন।

বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যুগোপযোগী বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করেছেন। এর ফলে যে কোন দুর্যোগে বাংলাদেশের মানুষের জান-মালের ক্ষয়ক্ষতি হ্রাস পেয়েছে।

বিজ্ঞাপন

এর আগে দিবসটি উপলক্ষে ইনস্টিটিউটের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই র‌্যালির নেতৃত্ব দেন।