নবীনদের বরণ করল ইবি ছাত্র ইউনিয়ন

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

নবীনবরণ অনুষ্ঠানের একটি মুহূর্ত, ছবি: বার্তা২৪.কম

নবীনবরণ অনুষ্ঠানের একটি মুহূর্ত, ছবি: বার্তা২৪.কম

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

'এসো বন্ধু মিলি প্রাণের উচ্ছ্বাসে মুক্তির পতাকাতলে' এ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্যালেন্ডার দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

বিজ্ঞাপন

ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি নুরন্নবী ইসলাম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ ও ইবির অর্থনীতি বিভাগের অধ্যাপক আব্দুল মুঈদ।

অনুষ্ঠানে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, পৃথীবিতে কেউই মেধাহীন হয় না। যার যে কাজে আগ্রহ আছে, তাকে সে কাজেই উদ্বুদ্ধ করতে হবে। মানুষ তখনই মানুষ হয়ে ওঠে, যখন সে চিন্তাশক্তির প্রতিফলন ঘটাতে পারে। অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদেরও দায়িত্ব এটি।

বিজ্ঞাপন

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন-ইবির ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক আলতাফ হোসেন রাসেল, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অনিক রায়, ইবি সংসদের সম্পাদক জিকে সাদিক প্রমুখ।