জবি ব্যবস্থাপনা অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী দুই বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ব্যবস্থাপনা অ্যালামনাইয়ের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাশেদুল ইসলাম পল্লব। 

শুক্রবার (১৩ মার্চ) অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ম্যানেজমেন্ট স্টাডিজ অনুষ্ঠানে মোহাম্মাদ আজহারকে সিনিয়র সহ সভাপতি এবং ওমর ফারুককে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, নতুন কমিটি যাতে আগামী দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুন্দর পরিবেশ তৈরি করতে অবদান রাখতে পারে, সে চেষ্টা করতে হবে। অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ম্যানেজমেন্ট স্টাডিজ, বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন রচনা করবে বলে আমি প্রত্যাশা করি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির (এমবিএ) প্রোগ্রামের ডিরেক্টর প্রফেসর ড. মোহাম্মাদ মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশেন সভাপতি কামরুল হাসান রিপনসহ বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষকবৃন্দ।

বিজ্ঞাপন