ঢাবির ক্লাস পরীক্ষা সাময়িক স্থগিত

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা বিশ্ববিদ্যালয়/ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়/ছবি: সংগৃহীত

 

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ক্লাস পরীক্ষা সাময়িক স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গ্রীষ্মকালীন ছুটির সঙ্গে এ ছুটির সমন্বয় করা হবে বলে জানান উপাচার্য আখতারুজ্জামান।

বিজ্ঞাপন

সোমবার (১৬ মার্চ) পুরাতন সিনেট ভবন উপাচার্য ভবন সংলগ্ন দীর্ঘ তিন ঘণ্টা যাবৎ সভা শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মো আখতারুজ্জামান।

তিনি গণমাধ্যমকে বলেন, এটা শিক্ষার্থীদের দাবি ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ডাকসুও স্মারকলিপি দিয়েছে। এসব বিবেচনা নিয়ে বৃহৎ পরিবেশে আমরা একটি মতবিনিময় সভা করি যে আমাদের কী করণীয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, যেহেতু এটা একটা মহামারি। আমাদের একটা ভূমিকা থাকা দরকার। সবকিছু মাথায় রেখে আমরা এ সভা করি। সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু কার্যক্রম আমরা স্থগিত করেছি। সেটা হচ্ছে ক্লাস ও পরীক্ষা। এ সময়টা আমরা আমাদের গ্রীষ্মকালীন ছুটির মাধ্যমে মেকাপ করে নেব।

উপাচার্য বলেন, ১৮ তারিখ থেকে ২৮ মার্চ পর্যন্ত আমরা আমাদের ক্লাস পরীক্ষা স্থগিত করেছি। এসময় যে সব পরীক্ষার তারিখ ছিল সেগুলো আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক রিডিজাইন করবে।প্যানিক মিটিগেশনের জন্য আমরা এ সিদ্ধান্ত নিয়েছি বলেও জানা তিনি।তবে আবাসিক হল বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।