করোনাভাইরাস: বুধবার থেকে ইবি বন্ধ ঘোষণা

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

প্রাণঘাতী করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ মার্চ (বুধবার) থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও হলগুলো বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘করোনা শঙ্কায় একাডেমিকসহ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোও আগামী ১৮ থেকে ৩১ মার্চ বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বার্তা২৪.কম-কে বলেন, ‘জাতীয় সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে আমাদের বিশ্ববিদ্যালয়ও বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন