৮’শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলো রাবি ছাত্রলীগ
করোনা পরিস্থিতি মোকাবিলায় কর্মহীন মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজশাহীর নওহাটা মহিলা কলেজ মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করেন রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, কর্মহীন ৮শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী হিসেবে প্রতিটি প্যাকেটে চাল, ডাল ও আলু বিতরণ করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে লকডাউন চলছে। এতে খেটে খাওয়া অনেক মানুষের কর্ম বন্ধ হয়ে গেছে। তাদের খাদ্য সংকট মোকাবিলায় আমারা প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে বিভিন্ন জায়গায় খাদ্যসামগ্রী বিতরণ করছি। তার ধারাবাহিকতায় আজ নওহাটা পৌরসভা এলাকায় ৮ শত পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেছি। এর আগেও আমরা সুরক্ষা সামগ্রী হিসেবে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিরতণ করেছি।’
এসময় উপস্থিত ছিলেন নওহাটা মহিলা কলেজের অধ্যক্ষ মো. কাউসার আলী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিংকু সাহা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, নওহাটা পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান, নওহাটা পৌর ছাত্রলীগের সভাপতি তানভীর রহমান প্রমুখ।