বেরোবিতে কর্মহীন ৩২০ পরিবারকে খাদ্য সহায়তা

  • বেরোবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সামাজিক দূরত্ব মেনে বেরোবিতে খাদ্য সহায়তা দেওয়া হয়

সামাজিক দূরত্ব মেনে বেরোবিতে খাদ্য সহায়তা দেওয়া হয়

মরণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া ৩২০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও করোনা প্রতিরোধমূলক উপকরণ বিতরণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অফিসারদের সংগঠন স্বাধীনতা পরিষদ।

শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাধীনতা পরিষদের সদস্য ও সিনিয়র শিক্ষকদের
অর্থ সহায়তা এবং রংপুর জেলা প্রশাসনের বিশেষ বরাদ্দে এ ত্রাণ বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ ত্রাণ গ্রহীতাদের উদ্দেশে মোবাইল ফোনে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং দেশের এরকম একটি সময়ে কর্মহীন মানুষের পাশে বিশ্ববিদ্যালয়ের অফিসারবৃন্দকে এই উদ্যোগ গ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

কর্মহীন ৩২০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) আতিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব সৈয়দ এনামুল কবীর, স্বাধীনতা পরিষদের আহ্বায়ক এরশাদুজ্জামান, উপাচার্যের পিএস আমিনুর রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নিখিল বর্মণ, সামসুল হক, জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা মো. আরিফুল
ইসলাম, সহকারী নিরাপত্তা কর্মকর্তা জনাব আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সামাজিক দূরত্ব বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের ডাইনিং কর্মচারী, ক্যাফেটেরিয়া কর্মচারী, মাস্টাররোল কর্মচারী ও ক্যাম্পাস সংলগ্ন মেসের বুয়াসহ নিম্ন আয়ের ৩২০টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, লবণ, সাবান ও মাস্ক বিতরণ করা হয়।