হতদরিদ্রদের জন্য শিক্ষার্থীদের উদ্যোগ “এগিয়ে আসুন”

  • ক্যারিয়ার ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শিক্ষার্থীদের সংগঠন "দ্য ডিউক অব এডিনবার্গ অ্যাওয়ার্ড (ডিইএ) –এআইইউবি" সদস্যদের উদ্যোগ  “এগিয়ে আসুন”

শিক্ষার্থীদের সংগঠন "দ্য ডিউক অব এডিনবার্গ অ্যাওয়ার্ড (ডিইএ) –এআইইউবি" সদস্যদের উদ্যোগ “এগিয়ে আসুন”

করোনা ভাইরাস সংক্রমনের ফলে দেশের বিভিন্ন প্রান্তে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। মানবেতর জীবনযাপন করছে দিন এনে দিন খাওয়া মানুষেরা।

দেশের এই ক্রান্তিলগ্নে হতদরিদ্র এবং অসহায় মানুষের জন্য খাদ্য ও আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন শিক্ষার্থীদের সংগঠন "দ্য ডিউক অব এডিনবার্গ অ্যাওয়ার্ড (ডিইএ) –এআইইউবি" সদস্যরা। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তহবিল গঠন করে শুরু করেছেন “এগিয়ে আসুন” কার্যক্রম।

বিজ্ঞাপন

ইতিমধ্যে প্রথম ধাপে ১৩ জেলার প্রায় ৫০০ পরিবারকে সহায়তা পৌঁছে দিয়েছে সংগঠনটির সদস্যরা। ঈদের আগে আরো বেশকিছু জেলায় পৌঁছে যাবে তাদের সহায়তা ও ত্রাণসামগ্রী। এছাড়া ঈদের দিন ২০০ সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যেও খাবার প্রদানের জন্য কাজ করছে তারা।

সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় ডিইএ–এআইইউবি'র সদস্যরা দেশের সব জেলায় সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন