সেনাবাহিনীতে ৫৫১ জন নিয়োগ
বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক স্থায়ী/অস্থায়ী পদে নিয়ােগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ক। উচ্চমান করণিক ৬টি
খ। ডেলিভারীম্যান ১টি
গ। ইউএসএম/শ্রমিক ৫৭টি
ঘ। ব্লাকস্মীথ ১টি
ঙ। এনসি (ইউ) ইএন্ডবি আর ১টি
চ। ট্রেসার ২টি
ছ। টেইলার ১২টি
জ। অফিস সহায়ক/বার্তাবাহক ২৯টি
ঝ। উচ্চমান গুদাম রক্ষক ১টি
ঞ। কম্পিউটার অপারেটর ১টি
ট। বয়লার অপারেটর ১টি
ঠ। সহকারী সুপারভাইজার ৬টি
ড। জিসি’স অর্ডারলী ১৫টি
ঢ। কেমিষ্ট ১টি
ণ। সহিষ ২টি
ত। কার্পেন্টার ৮টি
থ। রেফ্রিজারেটর মেকানিক ১টি
দ। হেড মেকানিক ২টি
ধ। নিরাপত্তা প্রহরী ৪০টি
ন। মালী ১টি
প। গ্রাউন্ডসম্যান ১টি
ফ। ড্রাইভার রিকোভারী ১টি
ব। ড্রাফটসম্যান ২টি
ভ। ফায়ার ৩টি
ম। পেইন্টার ৮টি
য। ওয়ার্ডবয় ২টি
র। আয়া ২টি
ল। টিনস্মীথ ২টি
শ। ষ্টোরম্যান ১৩টি
ষ। এক্সচেঞ্জ অপারেটর ২টি
স। ইলেকট্রিশিয়ান ৬টি
হ। ইলেকট্রোমেড (এসএস-২) ১টি
ড়। বারবার ১টি
ঢ়। অটো ইলেকট্রিশিয়ান ১টি
য়। মিক রেকর্ডার ৪টি
কক। ল্যাবরেটরি এ্যাটেনডেন্ট ১টি
খখ। ফায়ারম্যান ১৮টি
গগ। ভিউয়ার ২টি
ঘঘ। গােয়ালা ৫টি
ঙ। ফিটার এমভি (এসএস-২) ১টি
চচ। অফিস গুদাম রক্ষক ৩টি
ছছ। এসিই (এসএস-২) ১টি
জজ। সুপারভাইজার ২টি
ঝঝ। ফিটারগান (এসএস-২) ১টি
ঞ। ইনসেমিনেটর ১টি
টট। প্লান্ট অপারেটর ২টি
ঠঠ। ওয়াসারম্যান/ধােপা ৫টি
ডড। ল্যাব এ্যাসিসট্যান্ট ৩টি
ঢঢ়। সিকিউরিটি ইনসপেক্টর ২টি
গণ। পাম্প অপারেটর ১টি
তত। ইনসেক্ট কালেক্টর (আইসি) ১টি
থথ। হিসাব সহকারী কাম টাইপিষ্ট ১টি
দদ। ওএইচটি (এসএস-২) ১টি
ধধ। মেশিনিষ্ট (এসএস-২) ৩টি
নন। ইলেক্ট এমভি (এসএস-২) ২টি
পপ। এন্টি ম্যালেরিয়া ইনসপেক্টর (এএমআই) ১টি
ফফ। ওয়্যারলেস মেকানিক গ্রেড-১ (ডব্লিউএম-১) ১টি
বব। ভেটেরিনারী ফিল্ড এ্যাসিসটেন্ট (ভিএফএ) ৮টি
ভভ। টেলিকম মেকানিক গ্রেড-২ (টিসিএম-২) ১টি
মম। বাবুর্চি/এনসি (ইউ) বাবুর্চি ৪৪টি
যয। টেলিকম মেকানিক গ্রেড-৩ (টিসিএম-৩) ১টি
রর। পরিচ্ছন্নতা কর্মী/এনসি (ইউ) পরিচ্ছন্নতা কর্মী ৩৩টি
লল। সহকারী বাবুর্চি/এনসি (ইউ) সহকারী বাবুর্চি ২০টি
শশ। মেসওয়েটার/এনসি (ইউ) মেসওয়েটার ৬৮টি
ষষ। অফিস করণিক/অফিস করণিক-কাম টাইপিষ্ট ৪১টি
সস। বেঞ্চ ফিটার (এসএস-২) ১টি
হহ। সিভিল মটর ড্রাইভার/সিভিল মেকানিক্যাল ড্রাইভার/ সিএমডি/ ড্রাইভার/ ড্রাইভার এমটি/ট্রাক্টর/মেকানিক্যাল ট্রান্সপাের্ট ড্রাইভার ২৯টি
ড়ড়। ফার্ম লেবার/ফার্ম লেবার (কাফ এ্যাটেনডেন্ট/কাল্টিভেশন/পরিচ্ছন্নতা কর্মী/বুলক কার্ট ড্রাইভার/এ্যানিমেল এ্যাটেনডেন্ট) ১০টি
আবেদনের শেষ তারিখ: ৬ সেপ্টেম্বর ২০২০।