লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে পায়রা বন্দর কর্তৃপক্ষ
অস্থায়ী ভিত্তিতে রাজস্ব খাতে সৃজনকৃত ১২ (বার) ক্যাটাগরীর কিছু সংখ্যক শূন্য পদ পূরণের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে পায়রা বন্দর কর্তৃপক্ষ।
বিস্তারিত নিন্মোক্ত বিজ্ঞপ্তিতে
অস্থায়ী ভিত্তিতে রাজস্ব খাতে সৃজনকৃত ১২ (বার) ক্যাটাগরীর কিছু সংখ্যক শূন্য পদ পূরণের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে পায়রা বন্দর কর্তৃপক্ষ।
বিস্তারিত নিন্মোক্ত বিজ্ঞপ্তিতে
৪৭তম বিসিএসের আবেদনের তারিখ চূড়ান্ত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী- আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। এবার প্রার্থীদের আবেদন ফি ২০০ টাকা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষাসহ সব ধরনের সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এছাড়াও বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে বলেও জানানো হয়।
উল্লেখ্য, ৪৭তম বিসিএসের আবেদন শুরুর এক দিন আগে ৯ ডিসেম্বর (সোমবার) অনলাইনে আবেদন অনিবার্য কারণে স্থগিত করেছে পিএসসি। তবে স্থগিতের কারণ নিয়ে কোনো নেতিবাচক শঙ্কা নেই। এ নিয়ে চাকরিপ্রার্থীদের ভয়ের কোনো কারণ নেই বলে জানিয়েছে সাংবিধানিক সংস্থাটি।
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষাসহ সব ধরনের সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা ও মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ করে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ সংশোধন করে সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর সিদ্ধান্ত গত ২৭ নভেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে।
আগে বিসিএস পরীক্ষার আবেদন ফি ছিল ৭০০ টাকা, এটিকে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনগ্রসর নাগরিক প্রার্থীর ক্ষেত্রে আগে ফি ছিল ১০০ টাকা, সেটাকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছে।
এতে আরও বলা হয়, বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। এখন থেকে বিসিএসে ১০০০ নম্বরের পরীক্ষা হবে, আগে ১১০০ নম্বরের পরীক্ষা হতো। সরকারি চাকরিতে প্রবেশের বয়স বেড়ে ৩২ বছর নির্ধারণ করায় বিধিমালা সংশোধন করে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩২ বছর করা হয়েছে।
মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র বা কন্যা, প্রতিবন্ধী প্রার্থী এবং বিসিএস (সাধারণ শিক্ষা), বিসিএস (কারিগরি শিক্ষা) এবং বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার পদের ক্ষেত্রে উপজাতীয় প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা শিথিলের বিধি বাতিল করা হয়েছে।
গত ৪ ডিসেম্বর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি সরকারি চাকরিতে সর্বোচ্চ আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করে দেয়। একই সঙ্গে বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ১০০ করা হয়।
এর আগে গত ৪ ডিসেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বিসিএস পরীক্ষার আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমানোর সিদ্ধান্তের কথা জানান।
৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর অনলাইন আবেদন মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে শুরু হওয়ার কথা থাকলেও ‘অনিবার্য কারণে’ স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সোমবার (৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসি’র জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।
তিনি জানান, বিসিএসসহ সরকারি চাকরিতে আবেদন ফি ২০০ টাকা করা হয়েছে। তবে এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি। এজন্য ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত করা হয়েছে।
তিনি আরও বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চাকরিতে আবেদনের ফি কমানোর প্রজ্ঞাপন জারি হওয়ার পর ৪৭তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। অল্প কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে বলেও জানান তিনি।
গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। এই বিসিএসে শূন্য পদে ক্যাডার নিয়োগ পাবেন তিন হাজার ৪৮৭ জন।
৪৭তম বিসিএসের আবেদনপত্র পূরণ ও ফি জমাদান ১০ ডিসেম্বর সকাল ১০টায় শুরু হয়ে জমাদানের শেষ তারিখ ও সময় ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট ছিল।
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসের প্রিলিমিনারি টেস্টের সম্ভাব্য তারিখ জানানো হয়েছে ২০২৫ সালের মে মাসে। তবে মে মাসের কোন তারিখে নেয়া হবে তা সুনির্দিষ্ট করে বলেনি পিএসসি।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তি সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তির ১৭ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট ২০২৫ সালের মে মাসে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে।
এই বিসিএসে নতুন একটি নিয়ম করেছে পিএসসি। বিজ্ঞপ্তির ১৮ অনুচ্ছেদের ৫ ধারায় বলা হয়েছে, প্রিলিমিনারি টেস্টের প্রশ্ন উত্তরপত্রের সাথে জমা দিয়ে দিতে হবে।
এর আগে পরীক্ষার্থীরা প্রশ্ন নিয়ে আসতে পারতেন।
এ বিসিএসে অংশ নিতে প্রার্থীরা আগামী ১০ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। ৩ জানুয়ারি পর্যন্ত আবেদন ফি পরিশোধের সুযোগ পাবেন।
এবার শূন্য পদে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদে নেয়া হবে ৩ হাজার ৪৮৭ জনকে। আর নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে।
প্রার্থীদের ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার সময় থাকবে দুই ঘণ্টা। পরীক্ষায় ২০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য প্রার্থী ১ নম্বর পাবেন। ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য .৫০ নম্বর কাটা যাবে।