১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

  • ক্যারিয়ার ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) লোগো

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) লোগো

১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে ফলাফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বিজ্ঞাপন

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৩ হাজার ৩৪৫ জন। এর মধ্যে স্কুল পর্যায়ে ১০ হাজার ৯৬৮ জন, স্কুল-২ পর্যায়ে ৭৭০ জন এবং কলেজ পর্যায়ে ১ হাজার ৬০৭ জন উত্তীর্ণ হয়েছেন।

গত ২৬ ও ২৭ জুলাই অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ১ লাখ ২১ হাজার ৬৬০ জন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন।

বিজ্ঞাপন

প্রার্থীরা রাত ৮টা থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে (ntrca.teletalk.com.bd/result) ফলাফল জানতে পারবেন। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের এসএমএসের মাধ্যমেও ফলাফল জানানো হবে।