বাণিজ্য মেলায় খণ্ডকালীন চাকরি



ক্যারিয়ার ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা

  • Font increase
  • Font Decrease

২০১৯ সাল প্রায় শেষের দিকে। আসছে নতুন বছর ২০২০। প্রতি বছরের মতো ২০২০ সালের প্রথম দিন থেকে ঢাকায় শুরু হবে আন্তর্জাতিক বাণিজ্যমেলা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তত্ত্বাবধানে অনুষ্ঠিত মেলায় শতাধিক প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন ও স্টল থাকে।

নিজেদের পণ্য সম্পর্কে ক্রেতাদের জানাতে এবং স্টল পরিচালনার জন্য প্রতিষ্ঠানগুলো এক মাসের জন্য খন্ডকালীন লোকবল নিয়োগ দেয়। কমপক্ষে এইচএসসি পাস থেকে প্রতিষ্ঠানভেদে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ও স্নাতক-স্নাতকোত্তর ডিগ্রিধারীরা চাকরির সুযোগ পান। এক মাসের চাকরির বিনিময়ে দেয়া হয় সম্মানী। কাজের স্বীকৃতি হিসেবে অনেক প্রতিষ্ঠান অভিজ্ঞতা সনদও দিয়ে থাকে। পরবর্তীতে চাকরি জীবনে এটি বেশ কাজে দেয়। ভালো পারফরমেন্সের উপর ভিত্তি করে সেই প্রতিষ্ঠানে স্থায়ী চাকরির সুযোগও পেয়ে যান অনেকে।

২০২০ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠান নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। পুরো নভেম্বর এবং ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলে নিয়োগ প্রক্রিয়া।

আরএফএল গ্রুপ
আরএফএল গ্রুপ বাণিজ্য মেলার জন্য ২৫০ জন সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে। কমপক্ষে এইচএসসি পাস হলেই আবেদন করা যাবে। বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা সাক্ষাতকারের সময় আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। আগ্রহীরা জাগোজবসের মাধ্যমে ৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

হাতিল
আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান হাতিল বাণিজ্য মেলার জন্য চুক্তিভিত্তিক ২০ জন সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে। আবেদনের জন্য কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে। অবশ্যই ঢাকা মেট্রোপলিটন এরিয়ার বাসিন্দা হতে হবে। দুই সপ্তাহ প্রশিক্ষণ এবং বাণিজ্য মেলার এক মাস সময়ের জন্য নিয়োগ দেয়া হবে। বেতন নির্ধারণ করা হবে আলোচনা সাপেক্ষে। থাকবে বাড়ি পৌঁছে দেয়ার ব্যবস্থা এবং কোম্পানির নিয়মানুযাী অন্যান্য সুবিধা।

র‍্যাংগস ইলেকট্রনিক্স
বাণিজ্যমেলায় সেলস পার্সোনেল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড। কমপক্ষে স্নাতক ডিগ্রিধারীরা পদটিতে আবেদন করতে পারবেন। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৭ ইঞ্চি এবং বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। আগ্রহীরা বিডিজবসের মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা রেজুমে, দুই কপি ছবিসহ আবেদনপত্র পাঠাতে হবে ‘র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড, বক্স-২০২০, সোনারতরী টাওয়ার, ৪র্থ তলা, ১২ সোনারগাঁও রোড, বাংলামোটর, ঢাকা-১০০০’ ঠিকানায়। বা ইমেইলে করতে হবে [email protected] ঠিকানায়। ২৮ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

ফিট এলিগেন্স
ফিট এলিগেন্সের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা জানান, প্রতি বছর এক মাসের জন্য প্রায় ২০ থেকে ২৫ জন সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেয় প্রতিষ্ঠানটি। অনলাইন জব পোর্টালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অনলাইনেই আবেদনের সুযোগ থাকে। স্নাতক পর্যায়ে পড়াশোনা করছে বা স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। শিফট আকারে ডিউটি করতে হয়। এক মাসের জন্য দেয়া হয় ১০ হাজার টাকা। যারা ভালো করতে পারেন, তাদের প্রতিষ্ঠানটির বিভিন্ন শোরুমে ফুল টাইম চাকরির সুযোগ দেয়া হয়।

ইলেকট্রো মার্ট
বাণিজ্যমেলার জন্য স্নাতক ডিগ্রিধারীদের সেলস এক্সিকিউটিভ হিসেবে নিয়োগ দেবে ইলেকট্রো মার্ট লিমিটেড। বয়স হতে হবে অনূর্ধ্ব ২৭ বছর। আগ্রহীরা এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ রেজুমে পাঠাতে হবে ‘ইলেকট্রো মার্ট লিমিটেড, কর্পোরেট অফিস, নূর হোল্ডিংস (লেভেল-৭), ৩৩ গুলশান সাউথ এভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২’ ঠিকানায়। অথবা ইমেইল করতে হবে [email protected] ঠিকানায়। ২০ নভেম্বরের মধ্যে প্রতিষ্ঠানটিতে আবেদন করতে হবে।

নাভানা ফার্নিচার
আসন্ন বাণিজ্যমেলার জন্য চুক্তিভিত্তিক ১৫ জন সেলস পারসন নেবে নাভানা ফার্নিচার লিমিটেড। প্রতিষ্ঠানটিতে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি এবং বয়স ২২ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। আগ্রহীরা অনলাইনে বিডিজবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

এছাড়াও কোকোলা ফুড প্রডাক্টস, আখতার ফার্নিচার, বেঙ্গল গ্রুপ, ম্যাটাডোরসহ অসংখ্য প্রতিষ্ঠান বাণিজ্যমেলার জন্য সেলসে লোক নিয়োগ দেয়। জাতীয় দৈনিক এবং অনলাইন পোর্টালে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। কিছু প্রতিষ্ঠান বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমেও লোক নিয়ে থাকে। সেলসে কাজ করতে আগ্রহীরা রেজুমে এবং ছবিসহ প্রস্তুত রাখতে পারেন। এতে বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথেই আবেদন করা সহজ হবে।

বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদনের লিংক : 

আরএফএল গ্রুপ । হাতিল ফার্নিচার । র‍্যাংগস ইলেকট্রনিক্স । ইলেকট্রো মার্ট । নাভানা ফার্নিচার

   

প্রাথমিকে শিক্ষক নিয়োগ, ৩য় গ্রুপের ফল প্রকাশ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা 
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। এতে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে (তিন পার্বত্য জেলা বাদে ২১টি জেলা) লিখিত পরীক্ষার উত্তীর্ণ হয়েছেন ৪৬ হাজার ১৯৯ জন। সোমবার (২২ এপ্রিল) রাত দেড়টায় এ ফলাফল প্রকাশ করা হয়‌।

গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, তৃতীয় ধাপের পরীক্ষায় ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

এর আগে রোববার দুপুরে এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরে রাতে মন্ত্রণালয় থেকে জানানো হয়, প্রকাশিত প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফলে ত্রুটি ধরা পড়েছে। মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে কারিগরি ত্রুটি পরিলক্ষিত হওয়ায় এ দুই সেটের ফল আজ রাত ১২টার পর প্রকাশ করা হবে। সেই সংশোধিত ফল রাতে প্রকাশ করা হয়।

গত ২৯ মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd -তে ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন। মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে। এর আগে ২০২৩ সালের ১৪ জুন এ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপ্তি প্রকাশ করা হয়েছিল। 

;

প্রাথমিকের শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল স্থগিত



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
প্রাথমিকের শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল স্থগিত

প্রাথমিকের শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল স্থগিত

  • Font increase
  • Font Decrease

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৩ এর তৃতীয় ধাপের পরীক্ষার প্রকাশিত ফলাফল স্থগিত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রকাশিত ফলাফলে দুটি সেট কোডের উত্তরপত্র মূল্যায়নে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে পুনরায় মূল্যায়ন শুরু করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ টিম। পুনঃমূল্যায়ন শেষে আজ রাত ১২টার মধ্যেই সংশোধিত ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।

রোববার (২১ এপ্রিল) রাত পৌনে ১০টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সহকারী শিক্ষক নিয়োগে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ফলাফল রোববার (২১ এপ্রিল) দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক স্মারকে প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ২৩ হাজার ৫৭ জন প্রার্থী। প্রকাশিত ফলাফলে মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে কারিগরি ত্রুটি পরিলক্ষিত হয়েছে।

এজন্য মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র আইআইসিটি, বুয়েটের কারিগরি টিম এরই মধ্যে পুনঃমূল্যায়নের কাজ শুরু করেছে। রোববার রাত ১২টার মধ্যে মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র পুনঃমূল্যায়ন করে নিরীক্ষান্তে সংশোধিত ফলাফল প্রকাশ করা হবে।

এর আগে রোববার দুপুরে প্রাথমিকের শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। বিকেল থেকে অনেক প্রার্থী ভালো পরীক্ষা দিয়েও ফল না পাওয়ার অভিযোগ তোলেন। অনেকে ফেসবুকে পোস্ট দেন। পরে মেঘনা ও যমুনা কোডের প্রার্থীরা গ্রুপ খুলে সেখানে কারা কারা ভালো পরীক্ষা দিয়েও ফল পাননি, তা জানাতে থাকেন।

বিষয়টি গণমাধ্যমকর্মীরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের দৃষ্টিগোচর করলে দুই সেটের উত্তরপত্র পুনঃমূল্যায়নের সিদ্ধান্ত হয়।

ফল না পাওয়া পরীক্ষার্থীদের অভিযোগ, ভালো পরীক্ষা দিলেও তাদের ফল আসেনি। প্রথমে তারা বিষয়টিকে স্বাভাবিক হিসেবে নিয়েছিলেন। কিন্তু ধীরে ধীরে এমন অভিযোগকারী শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। এ কারণে তারা ফেসবুকে গ্রুপ খুলেছেন। সেখানে সংশ্লিষ্ট দুই সেটের ফল নিয়ে অভিযোগকারীদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। তারা বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়ার দিকে যাওয়ার চিন্তা-ভাবনা করছেন।

;

প্রাথমিকের তৃতীয় ধাপের ফল প্রকাশ, উত্তীর্ণ ২৩ হাজার ৫৭ জন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
প্রাথমিকের তৃতীয় ধাপের ফল প্রকাশ, উত্তীর্ণ ২৩ হাজার ৫৭ জন

প্রাথমিকের তৃতীয় ধাপের ফল প্রকাশ, উত্তীর্ণ ২৩ হাজার ৫৭ জন

  • Font increase
  • Font Decrease

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৩ এর তৃতীয় গ্রুপের ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ২৩ হাজার ৫৭ জন উত্তীর্ণ হয়েছেন।৩ পার্বত্য জেলা ব্যতীত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১টি জেলার পরীক্ষার এ ফল প্রকাশ করা হয়।

রোববার (২১ এপ্রিল) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট www.dpe.gov.bd -এ ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন।

মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে।

এর গত ২৯ মার্চ ২০২৪ এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন।

 

;

৪৪তম বিসিএসে উত্তীর্ণ ১১ হাজার ৭৩২, ভাইভার তারিখ প্রকাশ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১১ হাজার ৭৩২ জন চাকরিপ্রার্থী। ভাইভা শুরু হবে ৮ মে থেকে। পিএসসি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে পিএসসির এক বিশেষ সভা শেষে বেলা ৩টার পর এ ফলাফল প্রকাশ করা হয়। এতে সই করেছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস।

এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে ১১ হাজার ৭৩২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। 

ফল দেখতে এখানে ক্লিক

উল্লেখ্য, ৪৪তম বিসিএস পরীক্ষায় মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। ২০২১ সালের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়। আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি। এরপর ২০২২ সালের ২৭ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২৫ দিনের মধ্যে ফল প্রকাশের মাধ্যমে রেকর্ড করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী পাস করেন।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

;