মােংলা বন্দরে ৫২ জন নিয়োগ

  • ক্যারিয়ার ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মােংলা বন্দর কর্তৃপক্ষ লোগো

মােংলা বন্দর কর্তৃপক্ষ লোগো

মােংলা বন্দর কর্তৃপক্ষের অধীন রাজস্বখাতভুক্ত ৩৬ ধরনের পদে ৫২ জনকে নিয়োগ দেয়া হবে।

যেসব পদে নিয়োগ:
১. পাইলট : ১টি
২. চিকিৎসা কর্মকর্তা : ১টি
৩. সহকারী ব্যবস্থাপক : ১টি
৪. সহকারী প্রকৌশলী (সিভিল) : ৩টি
৫. এস্টিমেটর : ১টি
৬. সহকারী প্রকৌশলী (ইলেকট্রনিক্স) : ১টি
৭. ড্রেজার মাস্টার (২য় শ্রেণী) : ১টি
৮. অর্থ কর্মকর্তা : ১টি
৯. সহকারী শিক্ষক (পদার্থ বিজ্ঞান) : ১টি
১০. সহকারী শিক্ষক (উচ্চতর গনিত) : ১টি
১১. মেল নার্স : ১টি
১২. রেডিওগ্রাফার/ রেডিওগ্রাফিস্ট : ১টি
১৩. গুদাম রক্ষক : ১টি
১৪. অটো মেকানিক গ্রেড-২ : ১টি
১৫. ফর্ক লিফট ড্রাইভার : ২টি
১৬. হেভি ভেহিকেল ড্রাইভার : ৭টি
১৭. লাইনম্যান (বিদ্যুৎ) : ১টি
১৮.পাম্প ড্রাইভার : ১টি
১৯. সহকারী শিক্ষক (নন ট্রেইন্ড) : ১টি
২০. কেয়ার টেকার : ১টি
২১. কার ড্রাইভার : ৩টি
২২. ট্যাক্স কালেকটর : ১টি
২৩. ফায়ার ড্রাইভার : ১টি
২৪. স্পীড বােট ড্রাইভার : ১টি
২৫. স্টোর অ্যাসিঃ-কাম-কম্পিঃ মুদ্রাক্ষরিক : ১টি
২৬. ভেসেল ইলেকট্রিশিয়ান : ১টি
২৭. মেকানিক ভেসেল : ১টি
২৮. মেশিনিস্ট : ১টি
২৯. পাইপ ফিটার : ১টি
৩০. ভেসেল মেকানিক গ্রেড-১ : ১টি
৩১. ভেসেল মেকানিক গ্রেড-২ : ২টি
৩২. সুপারভাইজার গ্রেড-২ : ২টি
৩৩. সাইন পেইন্টার গ্রেড-১ : ১টি
৩৪. জুনিয়র অডিটর কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক : ২টি
৩৫. ল্যান্ড সার্ভেয়ার : ২টি
৩৬. ভারী যানবাহন চালক : ২টি

বিজ্ঞাপন

আবেদনের নিয়ম: অনলাইনে www.mpajobsbd.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করা যাবে ৫ জানুয়ারি ২০২০ তারিখ পর্যন্ত। অনলাইনে পূরণকৃত আবেদন ফরমের প্রিন্ট কপি প্রয়োজনীয় কাগজপত্রসহ পাঠাতে হবে ‘পরিচালক (প্রশাসন), মােংলা বন্দর কর্তৃপক্ষ, ডাকঘর-মােংলা-৯৩৫১, জেলা-বাগেরহাট’ ঠিকানায়। আবেদনপত্র ১৫ জানুয়ারি ২০২০ তারিখের মধ্যে পাঠাতে হবে।

বিজ্ঞাপন