পাঁচ ব্যাংকে ১৫১১ অফিসার নিয়োগ

  • ক্যারিয়ার ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পাঁচ ব্যাংকে ১৫১১ অফিসার নিয়োগ

পাঁচ ব্যাংকে ১৫১১ অফিসার নিয়োগ

পাঁচ ব্যাংকে সমন্বিতভাবে ১৫১১ জন অফিসার (ক্যাশ) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সােনালী ব্যাংক লিমিটেডে ১৮৩ জন, জনতা ব্যাংক লিমিটেডে ৮১৬ জন, অগ্রনী ব্যাংক লিমিটেডে ৫০০ জন, রূপালী ব্যাংক লিমিটেড ৫ জন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৭ জনকে নিয়োগ দেয়া হবে।

বিজ্ঞাপন

স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক/ স্নাতক(সম্মান) বা সমমানের ডিগ্রি থাকলে অফিসার (ক্যাশ) পদে আবেদন করা যাবে। এসএসসি বা সমমান এবং এর পরবর্তী পর্যায়ের পরীক্ষাসমূহে কমপক্ষে একটিতে প্রথম বিভাগ বা শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোন পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযােগ্য হবে না।

১ জুলাই ২০১৯ তারিখে মুক্তিযােদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। মুক্তিযােদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

বিজ্ঞাপন

নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, ১৬,০০০-৩৮,৬৪০ টাকা স্কেলে বেতন এবং নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা দেয়া হবে।

যোগ্য প্রার্থীরা অনলাইনে https://erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের সময় পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের পেমেন্ট গেটওয়ে রকেট এর মাধ্যমে প্রদান করতে হবে। আবেদন করা যাবে আগামী ৩১ মার্চ রাত ১১.৫৯ টা পর্যন্ত।