ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচিতে ১০৮ জন নিয়োগ

  • ক্যারিয়ার ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সােসাইটির যৌথ কর্মসূচি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচিতে (সিপিপি) বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেয়া হবে।

যেসব পদে নিয়োগ:
১। জুনিয়র সহকারী পরিচালক : ১১টি
২। বেতার প্রকৌশলী : ১টি
৩। আউট বোর্ড প্রকৌশলী : ১টি
৪। রেডিও টেকনিশিয়ান : ৩টি
৫। ষ্টোর কিপার : ১টি
৬। ষ্টেনাে টাইপিষ্ট : ১টি
৭। কম্পিউটার অপারেটর : ১টি
৮। টাইপিস্ট : ১টি
৯। সহকারী কাম রেডিও অপারেটর : ১৯টি
১০। রেডিও ওয়ার্কসপ সহকারী : ৩টি
১১। হিসাব সহকারী কাম টাইপিষ্ট : ১টি
১২। মাষ্ট ক্লাইমার : ২টি
১৩। জিপ ড্রাইভার : ৪টি
১৪। স্পিড বোট ড্রাইভার : ১১টি
১৫। অফিস পিয়ন : ১০টি
১৬। এমসিজি : ২০টি
১৭। নৈশ প্রহরী : ১৭টি
১৮। সুইপার : ১টি

বিজ্ঞাপন

আবেদনের শেষ তারিখ: ২৯ জুন ২০২০।

বিজ্ঞাপন